
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ১২:২৯ এএম

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
সেভেন সিস্টার্স হিসাবে পরিচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যকে আঞ্চলিক সংগঠন বিমসটেকের অবিচ্ছেদ্য অংশ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে সেভেন সিস্টার্সের সমুদ্রে প্রবেশের ক্ষেত্রে ‘একমাত্র অভিভাবক’ বলে মন্তব্য করেন। এর পরপরই এমন কথা বললেন মোদি। শুক্রবার দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের সরাসরি যোগাযোগের একমাত্র স্থলপথ শিলিগুড়ির চিকেন’স নেক অঞ্চলে সেনা উপস্থিতি বাড়িয়েছে দেশটি।
থাইল্যান্ডে আয়োজিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে মোদি বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য আন্তঃআঞ্চলিক গোষ্ঠীর জোট বিমসটেকের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এ বক্তব্যের মাধ্যমে বিমসটেক অঞ্চলে সেভেন সিস্টার্সের গুরুত্বের দিকে ইঙ্গিত করেন তিনি। সেই সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, ভূরাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলের এ সাত রাজ্য ‘বিমসটেকের জন্য একটি সংযোগ কেন্দ্রে’ পরিণত হয়েছে।
ঘটনার সূত্রপাত ড. ইউনূসের একটি বক্তব্য থেকে। সম্প্রতি চীন সফরকালে প্রধান উপদেষ্টা বলেন, সেভেন সিস্টার্স ভূমিবেষ্টিত (ল্যান্ড লকড) একটি অঞ্চল, সাগরের যার সরাসরি প্রবেশের সুযোগ নেই। এ অঞ্চলের জন্য আমরাই সমুদ্রের একমাত্র অভিভাবক। অবশ্য এ বক্তব্যের ব্যাখ্যা দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়, ড. ইউনূসের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, নরেন্দ্র মোদি দুইদিনের সফরে বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে অবস্থান করছেন। এ পরিস্থিতিতে নয়াদিল্লি চিকেন’স নেক অঞ্চলের কৌশলগত উন্নয়নের দিকে তীক্ষ্ণ নজর রাখছে।
ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডরকে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষাব্যূহ হিসাবে উল্লেখ করেছে। এ অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে থাকা ত্রিশক্তি কর্পসের সদর দপ্তর করিডরের কাছে শুকনায় অবস্থিত। এ কর্পস রাফায়েল যুদ্ধবিমান, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত।
শিলিগুড়ি করিডর বা ‘চিকেন’স নেক’-এর উত্তরে নেপাল, পূর্বে বাংলাদেশ ও ভুটান এবং উত্তরে চীন সীমান্ত। সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভারত এ গুরুত্বপূর্ণ করিডরের নিরাপত্তা জোরদারের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি ভারতীয় সেনাপ্রধানের দেওয়া বিবৃতি করিডরের নিরাপত্তা নিয়ে ভারতের অবস্থান আরও সুস্পষ্ট করেছে। তিনি জোর দিয়ে বলেন, চিকেন’স নেক কোনো দুর্বল জায়গা নয়, বরং এটি ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল।
নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, ঢাকার বেইজিংয়ের সঙ্গে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। যদিও শুক্রবার ব্যাংককে বৈঠক করেছেন ড. ইউনূস ও নরেন্দ্র মোদি। ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই দুই নেতার মধ্যে প্রথম বৈঠক।