
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১১:৫৬ এএম
ছুটির দিনে উপচে পড়া ভিড়
যমুনা ফিউচার পার্কে স্বস্তির ঈদ কেনাকাটা
২ হাজার টাকার পণ্য কিনলেই থাকছে কোটি টাকার উপহারের সুযোগ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রথম রমজান থেকেই ঈদ কেনাকাটায় জমজমাট দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক। যত দিন যাচ্ছে ক্রেতার ভিড় আরও বাড়ছে। সবার লক্ষ্য একটাই-ঈদের জন্য পছন্দসই পোশাক কেনা। এখানে একই ছাদের নিচে সব দেশি-বিদেশি ব্র্যান্ডের ছড়াছড়ি। ফলে ক্রেতারা এক শোরুম থেকে আরেক শোরুম ঘুরে পছন্দের পোশাক কিনতে পারছেন। পুরো শপিংমল শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় ক্রেতার স্বস্তি বেড়েছে আরও বহুগুণ। এছাড়া শপিংমলের যে কোনো আউটলেট থেকে সর্বনিু দুই হাজার টাকার কেনাকাটা করলে কোটি টাকার উপহার জেতার সুযোগ করে দিয়েছে যমুনা কর্তৃপক্ষ। সব মিলে ঈদের আগেই ঈদ আনন্দে যমুনা ফিউচার পার্কে মাতছেন ক্রেতারা।
ছুটির দিন শুক্রবার সকাল থেকেই শপিংমলে আসতে থাকেন ক্রেতারা। বিকাল নাগাদ লোকে লোকারণ্য হয় চার পাশ। ইফতারের আগেই ব্যস্ততা বাড়ে বেচাকেনায়। ইফতারের পর ফের ঢল নামে আস্থার এই শপিংমলে। কেনাকাটা চলে মধ্যরাত পর্যন্ত। দেশি-বিদেশি ব্র্যান্ডের শোরুমে নতুন ডিজাইন ও উন্নতমানের পোশাক পেয়ে খুশি ক্রেতারা। দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ মেট্রো ও হুর-এর শোরুমে ছিল ক্রেতার ভিড়। মেট্রো ফ্যাশনে এবারের ঈদ ঘিরে নতুন ১৫-২০ ডিজাইনের পোশাক আনা হয়েছে। এর মধ্যে-সারারা-গারার, বেনারসি থ্রিপিস, লং গাউন, কটি থ্রিপিস, ইন্দো-ওয়েস্টার্ন টু পিস, কাপ্তান টু পিস, আফগান টুপিস, কটি স্কার্টসহ বিভিন্ন ডিজাইনের পোশাক প্রদর্শন করা হয়েছে। ক্রেতারা সব ধরনের পোশাক পছন্দ করছেন। তবে সবচেয়ে বেশি নজর ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে।
মেট্রো ফ্যাশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কবির হোসেন যুগান্তরকে বলেন, ফ্যাশনের আরেক নাম মেট্রো। এই আউটলেটে তরুণীদের জন্য সব হালফ্যাশনের পোশাক প্রদর্শন করা হয়েছে। দামের তুলনায় মান অনেক ভালো। তাই ক্রেতারাও পছন্দ করে পোশাক কিনছেন। এই ব্র্যান্ডের প্রতি কারো অভিযোগ নেই। আস্থা থাকায় ঈদসহ সব আয়োজনে মেট্রো থেকে পোশাক কিনতে ভিড় করছে ফ্যাশনসচেতনরা।
অন্যদিকে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড হুর-এর শোরুমে ঈদ ঘিরে প্রতি সপ্তাহেই নতুন নতুন কালেকশন আনা হচ্ছে। প্রতি সপ্তাহে ১৫-১৬ ধরনের নতুন ডিজাইনের পোশাক প্রদর্শন করা হয়েছে। এক্সক্লুসিভ থ্রিপিস, হুরাম ফ্রিপিস, কাশ্মীরি থ্রিপিস ও কুর্তি ক্রেতাদের জন্য প্রদর্শন করা হয়েছে। এর মধ্যে সব ধরনের পোশাক ক্রেতারা পছন্দ করছেন। তবে বেশি নজর কাশ্মীরি থ্রিপিসে। এছাড়া ছেলেদের কাবলি কটি পাঞ্জবি প্রদর্শন করা হয়েছে।
হুর শোরুমের শপ ম্যানেজার মো. রাজিব হোসেন যুগান্তরকে বলেন, হুর ক্রেতার পছন্দের শীর্ষে। তাই প্রথম রোজা থেকেই বিক্রি ভালো হচ্ছে। তিনি জানান, মেয়েদের পোশাক ২৭০০-৬০০০ টাকা ও ছেলেদের পোশাক ৩৩০০-৪৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ক্রেতার আস্থা ধরে রাখছে হুর। এই আস্থার জায়গা থেকে ক্রেতারা এই ফ্যাশনের পোশাক কিনে বাড়ি ফিরছেন।
তাছাড়া ইনফিনিটি, কে ক্রাফট, অঞ্জনস, আড়ং, জিন্স অ্যান্ড কোম্পানি, টুয়েলভ, রেড, জেন্টল পার্ক, টিন’স ক্লাব, প্লাস পয়েন্ট, কান্ট্রি বয়, রেঞ্জ, লা রিভ, আর্টিসান, টপ টেন পোশাকের ব্র্যান্ড ও শপগুলোতে প্রচুর ক্রেতা সমাগম দেখা যায়। কসমেটিকস, ক্রোকারিজ, পারফিউমসহ সব ধরনের পণ্য থাকায় ঈদ ঘিরে জমজমাট যমুনা ফিউচার পার্ক। মোবাইল ও ইলেকট্রনিক্সের শোরুমগুলোতে ঈদ ঘিরে বিক্রি বেড়েছে।
রাজধানীর উত্তরা থেকে কেনাকাটা করতে আসা আয়শা বেগম বলেন, কী নেই এই শপিংমলে? সব আছে। এক জায়গায় সবকিছু পাওয়া যায়। তাই প্রতি ঈদেই এখানে কেনাকাটা করতে আসি। এছাড়া এখানে জানমালের নিরাপত্তা দেওয়া হয়। যে কারণে স্বস্তি অনেক বেড়ে যায়।
সাভার থেকে আসা মো. হামিম বলেন, ঈদে অন্য মার্কেটে গেলে ছিনতাই ও চুরির ভয় থাকে। কিন্তু যমুনা ফিউচার পার্কে সেটা নেই। কর্তৃপক্ষের কঠোর তদারকিতে ক্রেতারা স্বস্তি পায়। যে কারণে সব সময় এখান থেকে কেনাকাটা করি।
শপিংমলের মাইলাকার প্রতিষ্ঠাতা সাজিয়া আইভিন সায়না যুগান্তরকে বলেন, সব শ্রেণি-পেশার মানুষের সুবিধার কথা চিন্তা করে আমরা বাহারি ধরনের পোশাক সংরক্ষণ করেছি। আমরা যে আশা করেছিলাম তার থেকে বেশি মানুষ যমুনা ফিউচার পার্কে আসছে এবং নিজেদের পছন্দের পোশাক সংগ্রহ করছে।
এদিকে যমুনা ফিউচার পার্কে ঈদ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাম্পেইনের আয়োজন করেছে স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ। এখানে কেনাকাটা করে কোটি টাকার উপহার জেতার সুযোগ করে দিয়েছে। এই অফারের আওতায় শপিংমলের যে কোনো শোরুম থেকে সর্বনিু ২০০০ টাকার কেনাকাটা করলেই থাকছে টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক পণ্যসহ নানা ধরনের আকর্ষণীয় উপহার জেতার সুযোগ। এই ক্যাম্পেইন চলবে চাঁদরাত পর্যন্ত। ক্রেতারা যাতে সহজে উপহার পেতে পারেন সেজন্য শপিংমলের সেন্টার কোর্টে গিফটের পৃথক বুথ করা হয়েছে। www.jamunaeid.com সাইটে প্রবেশ করে পণ্য ক্রয়ের তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতা উপহার জিতলে বুথ থেকে সংগ্রহ করতে পারছেন।