Logo
Logo
×

শেষ পাতা

নিজের তৈরি স্কাই বাইকে আকাশে উড়লেন জুলহাস

Icon

মতিউর রহমান, মানিকগঞ্জ

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নিজের তৈরি স্কাই বাইকে আকাশে উড়লেন জুলহাস

জীবনে নিজে কখনো বিমান না চড়লেও মানিকগঞ্জের তরুণ জুলহাস মোল্লা আল্ট্রা লাইট (আরসি) মডেলের বিমান তৈরি করে চমক দেখিয়েছেন। মঙ্গলবার নিজ এলাকা তেওতা জাফরগঞ্জের যমুনা নদীর চরে তিনি সেই বিমানের সফল বিমান উড্ডয়নও করেছেন।

অর্থনৈতিক টানাপোড়েন উপেক্ষা করে অদম্য ইচ্ছে শক্তি নিয়ে স্বপ্নবাজ জুলহাসের টানা চার বছরের পরিশ্রমে গড়া বিমানের নীল আকাশে ওড়ার দৃশ্যটি দেখতে যমুনার পারে ভিড় জমিয়েছিলেন হাজারও মানুষ। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু প্রশাসনের স্থানীয় পর্যায়ের কর্মকর্তারাও এসেছিলেন তার কৃতিত্ব দেখতে।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতার কলিল মোল্লার ছেলে জুলহাস মোল্লার এ অবিশ্বাস্য সফলতায় গোটা এলাকা যেন উৎসবে মেতেছিল। যমুনার চরে মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার উপস্থিতিতে জুলহাসের বিমানের সফল উড্ডয়ন হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলহাস মোল্লাকে উৎসাহ দিতে ত্রিশ হাজার টাকা নগদ সহায়তাসহ সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

জুলহাস নিজের তৈরি আরসি বিমানের নাম দিয়েছেন স্কাই বাইক জে-৩। চীনের সেনাবাহিনী সদস্যরা এ ধরনের বিমান ব্যবহার করেন বলে তিনি জানান। জুলহাস যুগান্তরকে জানান, সরকারের পক্ষ থেকে তাকে যদি সহায়তা করা হয়, তাহলে তিনি বিমান তৈরির গবেষণা কাজে মনোনিবেশ করে ভালো কিছু করার আশা রাখেন। তিনি জানান, চার বছর আগে ককশিট দিয়ে রিমোট কন্ট্রোল বিমান বানানোর পর থেকে তিনি নিজে চড়ে বসার বিমান তৈরির কাজ শুরু করেন।

তিনি বলেন, উন্নত বিশ্বে মানুষ অফিস করে বিমান নিয়ে। আর আমাদের দেশে বিমানকে মানুষ স্বপ্নের মতো ভাবে। মাত্র দেড় লাখ টাকা খরচ করে তিনি এ বিমান তৈরি করেছেন। এ বিমান তৈরির নাটবল্টু থেকে প্রতিটি যন্ত্রাংশই দেশি।

গত বছর যমুনার চরে উড্ডয়নের চেষ্টা করেন তিনি। আংশিক সফলতার তাকে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়। প্রথম দফায় তিনি মাত্র ৭/৮ মিনিট উড্ডয়ন করতে পেরেছিলেন। একবছরের মাথায় ৫০ ফুট ওপরে উড়তে সক্ষম হয় জুলহাসের বানানো বিমান। জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় বাড়ি হলেও যমুনার ভাঙনের কারণে পরিবারসহ বর্তমানে তিনি শিবালয় উপজেলার ষাইটগর তেওতায় বাস করছেন। ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করা জুলহাস ছয় ভাই, দুই বোনের মধ্যে ৫ম। জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে তিনি এসএসসি পাশ করেন। অর্থাভাবে লেখা পড়ালেখা চালিয়ে যেতে না পারলেও অদম্য ইচ্ছাশক্তির কারণে তিনি নিজে তৈরি করেন বিমান। এক সন্তানের জনক জুলহাস এই বিমান তার অনাগত দ্বিতীয় সন্তানকে উৎসর্গ করেছেন।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে প্রতিভাসম্পন্ন জুলহাসের একটি যোগসূত্র স্থাপনে সহায়তা করবেন বলে তিনি জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম