লালমনিরহাটের আকাশে শিক্ষার্থীদের ড্রোন

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

লালমনিরহাটের আকাশে এবার উড়েছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত ড্রোন। ২৫ ফেব্রুয়ারি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, লালমনিরহাট ক্যাম্পাসের শিক্ষার্থীদের ডিজাইন করা ড্রোনটি লালমনিরহাট বিমান বন্দরে উড্ডয়ন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ড্রোন উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল একেএম মনিরুল বাহারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এই ড্রোন স্বয়ংক্রিয়ভাবে নজরদারি, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি ও অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যাবে। আমেরিকায় ‘ডিজাইন বিল্ড অ্যান্ড ফ্লাই (ডিবিএফ)’ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ভাবনী বিমানের ডিজাইন, নির্মাণ এবং উড্ডয়নের চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আগামী ৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে তারা মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতায় অংশ নেবেন।
বিশ্ববিদ্যালয়ের ডিবিএফ দলের শিক্ষার্থীরা বলছেন, তাদের ডিজাইন করা ড্রোন পে-লোডের সঙ্গে অন্য একটি গাইডারকে বহন করবে এবং গাইডারটির কোনো নিজস্ব ইঞ্জিন ছাড়াই এর এরোডাইনামিক্স বৈশিষ্ট্য ব্যবহার করে পরিচালিত হবে। ভবিষ্যতে এই ড্রোন স্বয়ংক্রিয় নজরদারি, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি ও অন্যান্য খাতে ব্যবহৃত হতে পারে।
বাংলাদেশের অ্যারোস্পেস বিভাগ চেয়ারম্যান ও গ্রুপ ক্যাপ্টেন সাইফুর রহমান বলেন, লালমনিরহাটের মতো প্রত্যন্ত অঞ্চলে সীমিত সুযোগ সুবিধা ব্যবহার করে এ ধরনের আধুনিক ড্রোন আবিষ্কার করা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। আর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা অ্যারোস্পেস সেক্টরে আগামীতে বিপ্লব ঘটাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।