Logo
Logo
×

শেষ পাতা

রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ ট্রাম্পের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ ট্রাম্পের

ইউক্রেন যুদ্ধ বন্ধের আশ্বাস দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি থেকে রক্ষা পায়নি রাশিয়াও। দায়িত্ব নেওয়ার পরপরই পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। তবে সাম্প্রতিক হোয়াইট হাউজকাণ্ডে জেলেনস্কির সঙ্গে সম্পর্কে বৈরীভাব দেখা দিয়েছে ট্রাম্পের। এ অবস্থায় ‘বন্ধুত্ব’ জোরদারে এবার রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। ইতোমধ্যেই এ বিষয়ে একটি খসড়া তালিকা তৈরির জন্য পররাষ্ট্র দপ্তর এবং রাজস্ব দপ্তরকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউজ। ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে সম্পর্ক পুনরায় চালু এবং ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে একজন মার্কিন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত আছেন এমন আরেক ব্যক্তি জানিয়েছেন। খবর রয়টার্সের।

মার্কিন প্রশাসনের বরাতে মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, খসড়া তালিকা থেকে উঠে আসা বিষয়গুলো নিয়ে আগামী দিনে রাশিয়ার সঙ্গে আলোচনা করবে আমেরিকা। এর অন্যতম উদ্দেশ্য মস্কোর সঙ্গে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ককে মসৃণ করা। আমেরিকার প্রশাসনের ওই সূত্র রয়টার্সকে জানিয়েছে, বর্তমানে নির্দিষ্ট কিছু সংস্থা এবং ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার একটি প্রস্তাব তৈরি করা হচ্ছে। আমেরিকায় নিষেধাজ্ঞাসংক্রান্ত বিভাগের কর্মকর্তারা এই ধরনের খসড়া তৈরির কাজ মাঝেমধ্যেই করে থাকেন। তবে সম্প্রতি রুশ-মার্কিন কূটনৈতিক সম্পর্কের আবহে হোয়াইট হাউজ থেকে নির্দিষ্টভাবে এই খসড়া তৈরির গুরুত্ব বৃদ্ধি করেছে। রয়টার্স জানিয়েছে, মস্কোর সঙ্গে সম্ভবত কোনো চুক্তি করতে চাইছেন ট্রাম্প এবং তার পরামর্শদাতারা। সেই কারণেই তারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কিছু ক্ষেত্রে শিথিল করতে চাইছেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও রাশিয়া বিশ্বের অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। যদি দেশটির জ্বালানি ব্যবস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হয়, তবে এটি জ্বালানির দাম বৃদ্ধি রোধ করতে সহায়তা করতে পারে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই রাশিয়ার সঙ্গে দূরত্ব কমানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলেছেন। রাশিয়ার ওপরে আর সাইবার নজরদারি চালাতে চায় না ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আমেরিকার সংবাদমাধ্যম ‘সিএনএন’র প্রতিবেদন অনুসারে, মার্কিন সাইবার কমান্ড রাশিয়ার বিরুদ্ধে এ সংক্রান্ত নজরদারি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। ট্রাম্পের মতে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেয়েও আমেরিকার জন্য বেশি চিন্তার বিষয় অবৈধ অভিবাসী। সমাজমাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন, পুতিনকে নিয়ে বেশি ভাবার বদলে অভিবাসনসংক্রান্ত সমস্যার দিকেই নজর দিতে চান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম