Logo
Logo
×

শেষ পাতা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে শরণার্থী হাইকমিশনার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে শরণার্থী হাইকমিশনার

ছবি: সংগৃহীত

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। কমিউনিটিভিত্তিক সুরক্ষা, নিরাপত্তা ও শান্তি বিষয়ে ইমাম এবং রোহিঙ্গা অভিভাবকদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। পাশাপাশি এক্সটেনশন ও ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রমে তিনি অংশ নেন। সকাল ৯টার দিকে উপজেলার বালুখালীর ১২নং রোহিঙ্গা ক্যাম্পে ফিলিপ্পো গ্র্যান্ডির নেতৃত্বে প্রতিনিধিদল পৌঁছায়। সেখানে ইউএনএইচসিআর পরিচালিত রেজিস্ট্রেশন সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তা, ক্যাম্প প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। দুপুরে প্রতিনিধিদল কক্সবাজারের উদ্দেশে রওয়ানা দেয়। ৪ দিনের সফরে বুধবার বাংলাদেশে আসেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম