Logo
Logo
×

শেষ পাতা

আমাদের প্রধান টার্গেট জাতীয় নির্বাচন: ইসি মাছউদ

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আমাদের প্রধান টার্গেট জাতীয় নির্বাচন: ইসি মাছউদ

নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আমাদের প্রধান ফোকাস ও টার্গেট হলো জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচন নয়। সরকার থেকে স্থানীয় নির্বাচনের বিষয়ে কোনো দিকনির্দেশনা আমাদের জানানো হয়নি।

কাজেই স্থানীয় নির্বাচনের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সে লক্ষ্যেই আমাদের কার্যক্রম শুরু হয়েছে। ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন অফিসের কার্যক্রম পরিদর্শনকালে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার মাছউদ আরও বলেন, দেশব্যাপী ভোটার হালনাগাদ কর্মসূচি চলছে। জুন মাসের দিকে ভোটার হালনাগাদ কার্যক্রম শেষ হবে। ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হলে অক্টোবর-নভেম্বরে নির্বাচনের শিডিউল ঘোষণা করতে হবে। নির্বাচনের আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন ঘটাতে হবে। এরপর নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য দেশবাসী সবাইকেই সহায়তা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে।

তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হলে সেই ধরনের পরিবেশ সৃষ্টির কোনো বিকল্প নেই। জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে বলে বিভিন্ন মহলের আশঙ্কা। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। জাতিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কারণ দেশের সাধারণ মানুষ দীর্ঘদিন আওয়ামী লীগের একদলীয় দুঃশাসনের জাঁতাকলে পড়ে ভোট দিতে পারেনি।

এ সময় তার সঙ্গে ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক, সরকারি কমিশনার (ভূমি) সাফফাত আরা বেগম ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

এরপর বেলা ১টার দিকে ধামরাই পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নেন নির্বাচন কমিশনার মাছউদ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম