Logo
Logo
×

শেষ পাতা

বঞ্চিত ৭৬৪ কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বঞ্চিত ৭৬৪ কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি

অবশেষে আওয়ামী স্বৈরাচার সরকারের মেয়াদে বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার। সচিব, গ্রেড-১, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব এবং উপ-সচিব এ পাঁচ স্তরে তাদের পদোন্নতি দেওয়া হয়। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

আদেশে ১১৯ জনকে সচিব, ৪১ জনকে গ্রেড-১, ৫২৮ জন অতিরিক্ত সচিব, ৭২ জনকে যুগ্মসচিব এবং ৪ জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা বিধিমোতাবেক ভূতাপেক্ষ পদোন্নতির তারিখ থেকে আর্থিক সুবিধা পাবেন। বকেয়া বেতন-ভাতা ও পেনশন সমন্বয় করে তাদের আর্থিক সুবিধা দেওয়া হবে। তাদের অনুকূলে ইতঃপূর্বে জারি করা পিআরএল/এলপিআর আদেশ বাতিল করা হয়েছে। এদিকে ১৯৮২ ব্যাচের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়াসহ বিভিন্ন ব্যাচের আরও সাত শতাধিক কর্মকর্তার আবেদন বিবেচনায় নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। তাদের মধ্যে অনেকেই ভূতাপেক্ষ পদোন্নতির জন্য উচ্চ আদালতে মামলা করবেন বলে জানা গেছে। 

মোট বকেয়ার ৫০ শতাংশ তারা বর্তমান অর্থবছরে (২০২৪-২০২৫) এবং বাকি অর্ধেক আগামী অর্থবছরে (২০২৫-২৬) পাবেন। অবসরপ্রাপ্ত ভূতাপেক্ষ পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ৫৭ বছরের পরিবর্তে ৫৯ বছর চাকরিতে বহাল ছিলেন এবং অবসরোত্তর ছুটি শেষে অবসরে গেছেন বলে গণ্য হবে।

২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত ‘বঞ্চিত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া অতিরিক্ত সচিব থেকে সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তারা এই তালিকায় আছেন। বঞ্চিত কর্মকর্তাদের চাকরিতে ফিরিয়ে আনা বা তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা দিতে গত বছরের ১৬ সেপ্টেম্বর পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে কমিটির প্রধান করা হয়। বঞ্চিত কর্মকর্তাদের আবেদন যাচাই-বাছাইয়ে কমিটিকে ৩ মাস সময় দেওয়া হয়। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় পদ-পদবি ও পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতিকার পেতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদনের জন্য সময় দেওয়া হয়। পরে ৩ দিন সময় বাড়ানো হয়। এ সময়ে কমিটিতে ১৫৪০ বঞ্চিত কর্মকর্তা আবেদন করেন। তাদের আবেদন যাচাই-বাছাই শেষে ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষা পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার সুপারিশ করে কমিটি। গত বছর ১০ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিটি। ২৪ ডিসেম্বর প্রতিবেদনটি উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এরপর তা সার-সংক্ষেপ আকারে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয় এবং তা অনুমোদন শেষে গতকাল (রোববার) প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন- 

মো. মাসুদ এলাহী (১১৩৫), মাহমুদুল করিম (২২১২), ড. এ কে এম হেলালুজ্জামান (২৫৬১), মো. ফজলুর রহমান (৩৮৬৪), এ বি এম আব্দুস সাত্তার (১০৩২), আফতাব হাসান (১০৫৭), মিজ মমতাজ আহমেদ, এনডিসি (১০৯৫), ড. এ কে এম জাহাঙ্গীর (১১৮৯), ড. মো. মোখলেস উর রহমান (১২০৬), কবির মো. আশরাফ আলম, এনডিসি (১২১২), ড. জিশান আরা আরাফুন্নেসা (১৫২২), ড. শেখ আব্দুর রশীদ (১৫৩০), আবু বকর মো. শাহজাহান (১৬২৩), মো. এহছানুল হক (১৬৯৬), মো. আজিজ হাসান এনডিসি (১৯১৭), মোস্তাফা কামাল হায়দার (১৯৫৪), মোহাম্মদ আব্দুল মোমেন (১৯৫৬), জালাল আহমেদ (২০৩১), মোহাম্মদ আব্দুল কাইয়ুম (২২৩৫), মো. আমির হোসেন (২৫১৭), মো. শফিকুল ইসলাম (২৫৩৪), ড. মোহাম্মদ আলী খান, এনডিসি (২৫৩৭), নাসিমুল গনি (৩১০৭), ড. মো. হাফিজুর রহমান ভূঞা (৩১১৩), মো. হুমায়ুন কবির (৩১১৫), এম এ আকমল হোসেন আজাদ (৩১১৬), ড. এ ওয়াই এম আকরামুল হক (১০৩৯), এম সিরাজ উদ্দিন মিয়া (১৩৮০), ড. মোহাম্মদ আব্দুল হামিদ (১৪১৫), মো. সফিউল্লাহ (১৮৬৩), আখতার আহমেদ (২১০৬), মো. শফিউর রহমান এনডিসি (২৪৪০), মো. আবুল কাশেম (২৪৭৬), মো. আজমল হোসেন (৩১১৭), মো. শফিকুল ইসলাম (৩১২২), ড. মো. মাহফুজুল হক (৩১২৬), বেগম নাসরিন আখতার (৩১২৭), আসলাম ইকবাল (৩৮৬৬), মাকসুমুল হাকিম চৌধুরী (৩৮৭০), এ কে এম মর্তুজা (১১৩৬), সি এম ইউসুফ হোসাইন (১১৭৩), মো. শাহ আলম বকশী (১১৯৫), মো. আব্দুল বারী (১৬৮৪), এস এম শমসের জাকারিয়া ভূঁইয়া (১৯৬৪), এফ এম আবদুল মোনায়েম (২০৪৭), মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি (২৩৮৫), মো. আতাউর রহমান এনডিসি (২৫৫৮), মোহাম্মদ দেলোয়ার হোসেন এনডিসি (৩১৭১), মো. এনামুল হক (৩১৮৫), মো. ইলিয়াস হোসেন (২১২৩), এস এম মফিদুল ইসলাম (৩৩৫৭), মো. আকরাম হোসেন (৩৩৬৩), সুষেন চন্দ্র দাস (৩৩৬৮), মো. আবদুল হক (৩৩৯২), মোহাম্মদ শাফায়েত হোসেন (৩৩৯৬), মো. এমদাদুল হক (৩৪০১), মুহাম্মদ নুরুল আলম (৩৪০২), মো. গোলাম মোস্তফা (৩৪১০), ড. মো. নিয়ামত উল্লাহ ভূইয়া (৩৫০৩), শেখ আলাউদ্দিন (৩৫০৬), মো. নুরুল আলম মিয়া এনডিসি (১৮৬৮), আবদুল খালেক (৩৫৮৮), সিদ্দিক জোবায়ের (৩৬২৭), ড. মো. শরিফুল আলম (৩৬৪৪), তালাত মাহমুদ খান (৩৯৩৫), মুজতবা রিজওয়ান (৪০০০), মো. তৌহিদুর রহমান (৪০০১), চৌধুরী মুফাদ আহমেদ (৪০০২), আবুল বাশার মো. সিরাজুল হক (৪৫০৩), মো. আমিনুল ইসলাম (৪৫০৫), সোলতান আহমদ (৪৫০৭), মো. খলিলুর রহমান (৪৫০৯), মো. আবু তালেব (৪৫১৭), মো. আব্দুল্লাহ আল বাকী (৪৫২৯), মোহাম্মদ মসিউর রহমান (৪৫৪৩), এ কে এম ফজলুজ্জোহা (৪৫৪৫), মো. কামরুজ্জামান চৌধুরী (৪৫৭২), কাজী মেরাজ হোসেন (৪৫৭৯), শামস আল মুজাদ্দীদ (৪৫৮২), ড. জাহাঙ্গীর আলম খান (৪৬৫৬), মো. মোজাম্মেল হক খান (৪৭৫৫), এ এস এম সালেহ আহমেদ (৪৭৭৬), ড. নুরুল কাদির (৪০৪৪), ড. আবুল হোসেন (৪০৫০), আবু সাঈদ চৌধুরী (৪০৫৬), বেগম শামীমা ইয়াছমিন এনডিসি (৫২১০), ড. মো. শাহাদাৎ হোসেন মাহমুদ (৫২১২), মো. জাকির হোসেন কামাল (৫২৫৬), মো. আমিনুর রহমান (৫২৮৫), মনজুর মোর্শেদ চৌধুরী (৫২৯১), মো. আবদুল্লাহ আল মামুন (৪১৩৩), মো. মোস্তা গাউসুল হক (৪১৩৭), মো. সিরাজুল ইসলাম খান (৪২১৯), এ জে এম সালাহউদ্দিন নাগরী (৫৫৪২), মো. আখতারুজ্জামান তালুকদার (৫৬৪৪), আবি আবদুল্লাহ (৫৬৫৫), এ কে এম ইহসানুল হক (৫৭১৪), মো. ফরিদুল ইসলাম (৫৮১২), ড. মো. নাজমুল আমিন মজুমদার (৫৮৯৬), মাহফুজুল ইসলাম (৬০১৭), ড. মো. জাহেদুল ইসলাম (৬০৫৫), মু. মামুনুর রশিদ চৌধুরী (৭০৭৮), মো. মাহবুবুল আলম (৭১০৭), মো. নাসির উদ্দিন এনডিসি (৭১৩৩), মো. জহরুল আলম এনডিসি (৭১৩৬), মো. আবদুল মতিন (৭১৩৭), ফয়জুল লতিফ চৌধুরী (৭১৪৬), মো. শামসুল আলম খান (৭১৮৮), ফকির ফিরোজ আহমেদ (৭২৬২), এ কে এম আনোয়ার হোসেন (৭২৬৪), শেখ আব্দুল মান্নান (৭২৮৩), মইনুল ইসলাম (৭২৯৮), মো. এখলাছুর রহমান (৭৩৩৩), মো. শাহ আলম (৭৩৫৫), মোহাম্মদ আজহারুল হক (৭৩৮৭), আতিকুর রহমান খান (৭৩৮৮), মো. আব্দুর রউফ (৭৪৬৩), মনিরুজ্জামান মালেক (৭৫৬১), এ এইচ এম আহসান (৭৬৩৮)

খালেদা পারভীন (১৬৩৩), ড. সৈয়দ নেছার আহমেদ রুমী (২০২৯), মো. রিয়াজ আহমেদ (২৩৪৮), মোহাম্মদ ইব্রাহিম খলিল (৩৩৬৪), খন্দকার আতিয়ার রহমান (৩৩৮৪), দিলদার আহমাদ (৩৩৮৫), মো. শফিক উল্লাহ (৩৩৯৭), জী মোহাম্মদ জুলহাস (৩৩৯৯), সাইফুদ্দিন আহমেদ মজুমদার (৩৪০০), মো. ইছা ফরাজি (৩৫৯৭), সৈয়দ এহসানুল হক (২১৩৩), মো. আমিনুল ইসলাম (৪৫০৬), মো. মোশাররফ হোসেন (৪৫১২), মো. আব্দুল হাই (৪৫২৬), কাজী মো. আনোয়ারুল হাকিম (৪৫৩৫), মো. আজিজুল হক (৪৬৫০), মো. ইয়াহ-ইয়া-ভূঁইয়া (৪৬৫৮), এ. এম. সাইফুল হাসান (৪৬৮০), মোহাম্মদ হেলাল উদ্দিন ভূঁইয়া (৪৬৯০), জামসেদ আহমেদ (৪৮৭৩), শামীম আল মামুন (৪০৬২), মো. সেলিম আখতার (৫২৩৮), মো. আবদুল মতিন (৫৪২৬), মো. রফিকুল ইসলাম (৪১২৬), এজেএম আবদুল্লাহ হেল বাকী (৪১৩৯) মো. তাজুল ইসলাম মিয়া (৪১৫০), মো. খলিলুর রহমান (৫৪৩১), মোহাম্মদ জাকের হোসেন (৫৪৩২), কাজী শাখাওয়াৎ হোসেন, (৫৪৩৩), মোহাম্মদ আলী (৫৭৭৮), সৈয়দ রবিউল আলম (৫৮৯৪), মোহাম্মদ খুরশীদ আলম (৫৮৯৮), মোহা. অলিউল্লাহ মিয়া (৫৯১৭), মো. নুরুল করিম (৭২৫৯), মো. নজরুল ইসলাম (৭২৬৯), মো. আবুল কাশেম (৭৩৩৬), শামস আল মুজাহিদ (৭৩৭৮), মোহাম্মদ মাহফুজুল হক (৭৩৯৭), অজিত কুমার দেবনাথ (৭৪৬৫), মো. আজম-ই-সাদাত (৭৪৭১), কবিরুল ইজদানী খান (৭৬৮৫), মো. হাসানুর রহমান (১৫৩৪), কওছার জহুরা (২২৪৪), এ টি এম মহিউদ্দিন আহমেদ, এনডিসি (১৯০১), জয়নাল আবেদীন তালুকদার (১০৯৩), মো. খলিলুর রহমান সিদ্দিকী (১৩৭৩), মো. বদিউল আলম (১৪০৫), মুহাম্মদ মুস্তাফা (১৪২৪), মেজবা উদ্দিন (১৪৩৬), মো. আব্দুল মোনাফ পাটোয়ারী (১৪৬২), এস. এম. মেসবাহউল ইসলাম (২৪৪৪), সৈয়দ মো. হায়দার আলী (২৫৪৭), সুনীল চন্দ্র পাল (৩৮৭৪), আমির হোসেন, এনডিসি (৩৮৭৫), মির্জা ফজলুল করিম (৩৮৭৭), মিজ সাহানা ইয়াসমিন (২১৫২), মো. নাছির উদ্দিন খান (১০৩৩), পরিমল চন্দ্র সাহা (১০৪০), মো. আবুল হাশেম (১০৪৪), মো. মজিবুর রহমান (১০৫২), মোহাম্মদ নজরুল ইসলাম, এনডিসি (১০৭৮), মিজ রিতা সেন (১০৮৯), চন্দ্র নাথ বসাকন (১১০২), মো. আব্দুল কাইয়ুম (১১০৯), মো. সুরত জামান (১১২৯), বেগম নাজমা বেগম (১১৩৮), মো. ফজলুল হক (১১৩৯), মো. মাসুদুর রহমান (১১৫১), মো. মাহবুবুর রহমান (১১৭৬), মো. নাজিম উদ্দিন চৌধুরী (১১৯৮), নরেশ চন্দ্র ঘোষ (১২২২), রোকশানা ফেরদৌসী (১২২৪), বিমান বিহারী বড়ুয়া (১২৪৪), কে বি এম ওমর ফারুক চৌধুরী (১৫২৭), মিজ তাহমিনা বেগম, এনডিসি (১৫৩১), মো. আবুল হোসেন (১৫৬৮), মো. মনসুর রাজা চৌধুরী (১৫৭৪), শেখ মোহাম্মদ রজব আলী (১৬১৬), আহমেদ উল্লাহ (১৬১৯), মো. রফিকুল ইসলাম (১৬৮৭), নিশীথ কুমার সরকার (১৭৩০), মো. এনামুল হক (১৭৩২), এইচ এম মাহফুজুর রহমান (১৭৪০), মো. মুরাদ হোসেন (১৭৪১), মো. ইলিয়াস (১৭৪৯), গাজী মিজানুর রহমান (১৭৫৬), মো. মোখলেছুর রহমান (১৯১৫), এ টি এম মোস্তফা কামাল (১৯২৯), মো. আখতারুজ্জামান (১৯৩৮), মোহাম্মদ হারুন চৌধুরী (১৯৪২), মো. মনিরুজ্জামান (১৯৬৬), ইরতিজা আহমেদ চৌধুরী (১৯৯৩), মো. আতাউল হক মোল্লা (২০০৬), আহমেদুর রহিম (২০০৮), কাজী মো. শামসুল আলম (২০৪৩), মো. আসাদুল ইসলাম (২২৪২), মো. আফজাল হোসেন (২২৫৪), সাদেকা বেগম (২৩৬৪), অনন্ত কুমার চৌধুরী (২৩৭৭), মো. আবদুস সামাদ (২৪৫২), মো. সফি-উল-আলম (২৪৫৩), মো. হাফিজুর রহমান (২৪৬৩), মো. আব্দুল মান্নান (২৪৬৫), মোহাম্মদ কামার মুনির (২৫২৯), মো. শাহজাহান আলী সরদার (৩১৪০), মো. মজিবুর রহমান (৩১৪২), মো. শহিদ উল্লাহ (৩১৫৫), মো. আবু তালেব মিয়া (৩১৫৯), নিখিল রঞ্জন মন্ডল (৩১৬০), মো. সাইফুল ইসলাম (৩২০৭), সন্তোস রঞ্জন তালুকদার (৩২১৫), আবুল ফজল মো. মাহবুবুল আহসান (৩২২১), মো. নুরুল হুদা (৩২২৫), মো. মোয়াজ্জেম হোসেন (৩২৪৭), বি এম কামাল (৩২৫৫), ফসির আহমদ (১২৪৫), আবু ইউসুফ মুহাম্মদ হেমায়েতুদ্দীন (১৭০৭), মো. মজিবুর রহমান (১৭৪৭), মিজানুর রহমান (১৭৫০), আবু তালেব (১৬১৮), মেহের নিগার (১৬৫২), ন. ম. জাহাঙ্গীর হোসেন, এনডিসি (১৮৫৯), গোলাম হোসেন (১৮৬৭), ড. আমিনুর রহমান মো. তারেক (১৯৮৭), পরেশ চন্দ্র রায় (১৯৯২), আবু নূর মোহাম্মদ বজলুর রহমান (২০৯৪), মো. জাফর সিদ্দিক (২১২০), মোহাম্মদ রেজাউল হক (২১৪২), তালেবুর রেজা মো. মোস্তাকুল হক (২১৪৪), মো. তাজুল ইসলাম (২৩০০), মোহাম্মদ মাহবুবুর রহমান (২৩২৪), মোহাম্মদ নজরুল ইসলাম (২৩৪৯), আবদুল বারী (২৪৫৫), নারায়ন চন্দ্র বর্মা (২৪৭৩), মো. আলেফ উদ্দিন (২৪৭৫), মো. রফিকুল ইসলাম সরকার (২৪৭৮), মো. রেজাউল করিম (২৪৭৯), মো. মজিবুর রহমান (২৫২৮), মো. ইকবাল হোসেন (২৫৩৯), আবুল কালাম আজাদ (৩৩৭০), মোহাম্মদ নূরুল করিম মজুমদার (৩৩৭২), মো. আজিজার রহমান মোল্লা (৩৩৮৬), তালুকদার শামসুর রহমান (৩৩৮৮), এম এম সুলতান মাহমুদ (৩৩৯৩), ওয়াদুদুল বারী চৌধুরী (৩৪০৩), হাসান জাহাঙ্গীর আলম (৩৪০৫), মো. মজিবর রহমান আল-মামুন (৩৪২১), জাকির আহমেদ (৩৪২৩), মো. হাবিবুর রহমান (৩৪২৪), এস এম মনিরুল ইসলাম (৩৪২৫), মো. রফিকুল ইসলাম (৩৪৩০), সৈয়দ আহাম্মদ সাফা (৩৪৩১), মো. মিজানুর রহমান (৩৪৩২), মুহম্মদ হুমায়ূন কবীর (৩৪৩৫), মো. আব্দুর রাজ্জাক (৩৪৩৬), মোহাম্মদ ইউনুছ ফকির (৩৪৩৭), মো. সিরাজুল ইসলাম (৩৪৩৮), মো. শাহাদৎ হোসেন মজুমদার (৩৪৪৪), মো. এনায়েত হোসেন (৩৪৪৭), মো. কায়সারুল ইসলাম (৩৪৫৫), আবুল কাশেম (৩৪৬২), মো. আব্দুর রব (৩৪৬৪), মো. আবদুল কাইয়ুম (৩৪৬৫), মো. মজিবুর রহমান (৩৪৬৬), ফকির কামাল উদ্দিন (৩৪৬৭), আশরাফুল মুসাদ্দেক (৩৪৭৩), মির আহমদ (৩৪৭৭), রবীন্দ্র নাথ শর্মা (৩৪৭৮), মো. সদর আলী বিশ্বাস (৩৪৮২), কমলেশ কুমার দাস (৩৪৮৫), বিকাশ চন্দ্র সাহা (৩৪৮৬), মো. আমিনুল হক (৩৪৮৮), মুহাম্মদ আব্দুল আউয়াল (৩৪৯১), মো. নিয়াজুল হক (৩৪৯৩), মো. তানকিন হক সিদ্দিকী (৩৪৯৪), মোহাম্মদ শমসের আলী (৩৪৯৬), মো. জাহিদ হোসেন (৩৫০৪), মো. মতিয়র রহমান (৩৫০৭), মো. আবু বকর সিদ্দিক মোল্লা (৩৫০৯), মোহাম্মদ হুমায়ুন কবীর (৩৫১১), মো. জালাল উদ্দিন (৩৫১৭), মো. আবু তালেব মোল্লা (৩৫২১), মো. ফিরোজ খান নুন (৩৫২৩), শেখ আব্দুর রউফ (৩৫২৫), অজিত কান্তি দাস (৩৫৩০), মোহাম্মদ হানিফ (৩৫৩১), মো. আতাউল হক (৩৫৩৪), খালিদ মাহমুদ (৩৫৩৬), মো. ইউসুফ আলী (৩৫৪২), আবু সাদেক মো. আতাহার (৩৫৪৩), বশির উদ্দিন আহমেদ (৩৫৪৮), গৌতম কুমার ঘোষ (৩৫৫২), মো. মজিবর রহমান (৩৫৫৮), মো. আব্দুল আজিজ (৩৫৫৯), বাসু দেব আচার্য (৩৫৬৪), এ এ এম নাসিহল কামাল, এনডিসি (৩৫৬৯), মওদুদ এ কে কাইয়ুম চৌধুরী (৩৫৭১), মো. গোলাম মওলা (৩৫৭৩), মো. ওয়াসিম জব্বার (৩৫৭৪), মোহাম্মদ শাহাদাত হোসেন (৩৫৭৮), মো. শওকত আকবর (৩৫৮৪), মুশফিক আহমেদ শামীম (৩৫৮৭), নেপুর আহমেদ (৩৬০৫), মো. সহিদুল ইসলাম (৩৬০৯), মো. জিয়াউর রহমান খান (৩৬১০), মোহাম্মদ রাশিদুল হাসান (৩৬১৩), বাবুল চন্দ্র রায় (৩৬১৪), ডা. মো. আমিনুল ইসলাম (৩৬১৭), শংকর চন্দ্র বসু (৩৬২৬), মো. শামসুল আলম চৌধুরী (৩৬২৯), মো. ওমর ফারুক, এনডিসি (৩৬৩৫), মো. ফয়জুল কবির (৩৬৩৯), মো. আবদুল গনি (৩৬৪১), এস এম আবু তাহের (৩৬৪৩), মো. আবুল কাসেম তালুকদার (৩৬৪৬), বেগম জয়ন্তী সান্যাল (৩৬৫৭), মো. শহিদ বখতিয়ার আলম (৩৬৫৯), মো. রেজাউল করিম, এনডিসি (৩৬৬৪), মো. ফেরদৌস আলম (৩৬৬৭), মো. আনোয়ারুল হক (৩৬৬৮), মো. রফিক উদ্দিন (৩৬৬৯), এম এ শাহ মাহমুদুল হাসান (৩৬৭৯), হুসনে জান্নাত সাহিদা (৩৬৮২), শিখা সরকার (৩৬৮৭), মো. আবিদুর রহমান (৩৬৯১), নাজমা বেগম (৩৬৯৭), মো. মতিয়ার রহমান খান (৩৭০০), শামীম সারা খান (৩৭০৫), মুনশী ইকবাল হোসেন (৩৭০৭), মো. আবুল কালাম আজাদ (৩৭০৮), মো. রেজাউল করিম, এনডিসি (৩৬৬৪), মো. ফেরদৌস আলম (৩৬৬৭), মো. আনোয়ারুল হক (৩৬৬৮), মো. রফিক উদ্দিন (৩৬৬৯), এম এ শাহ মাহমুদুল হাসান (৩৬৭৯), হুসনে জান্নাত সাহিদা (৩৬৮২), শিখা সরকার (৩৬৮৭), মো. আবিদুর রহমান (৩৬৯১), নাজমা বেগম (৩৬৯৭), মো. মতিয়ার রহমান খান (৩৭০০), শামীম সারা খান (৩৭০৫), মুনশী ইকবাল হোসেন (৩৭০৭), মো. আবুল কালাম আজাদ (৩৭০৮), কে এম কবীর আহমেদ (৩৭১১), মো. কোরবান আলী (৩৭২১), মো. নাসিম উদ্দিন (৩৭২২), মো. আজহারুল ইসলাম (৩৭২৩), মো. ওসমান গণি (৩৯৩৬), এন এম সেলিম (৩৯৩৯), মেশকাত আহমেদ চৌধুরী (১৮৭৮), মো. মুনীর চৌধুরী (২৩৪১), জাসিম উদ্দিন মাহমুদ (৩৩৯৮), আয়েজউদ্দিন আহমেদ (৩৪৭৯), মো. হাবিবুর রহমান (৩৬৩৬), ধীরেন্দ্র চন্দ্র দাস (৩৬৯৬), মো. খায়রুল ইসলাম (৪০০৮), আলী আহসান (৪০১৩), মো. আবু সাঈদ ফকির (৪০১৬), বেগম আফিয়া খাতুন (৪০১৭), বেগম সালিমা জাহান (৪০১৮), ড. শাহ মোহাম্মদ সানাউল হক (৪০২১), সৈয়দ মিজানুর রহমান, এনডিসি (৪০২৩), মো. আবুল কালাম আজাদ (৪০২৫), বেগম সালেহা আফরোজ (৪০৩৫), মো. আব্দুর রাশেদ খান (৪০৪৩), মো. বোরহান উদ্দিন ভূঁইয়া (৪৫১৫), আবুল কাসেম মো. বোরহানউদ্দিন (৪৫১৬), তাহসিনুর রহমান (৪৫১৮), মোস্তাক আহমেদ (৪৫৩২), মো. মহিবুল হক (৪৫৩৩), এ এস এম মামুনুর রহমান খলিলী (৪৫৩৭), নিতাই পদ দাস (৪৫৩৮), মো. হারুন উজ-জামান ভূঞা, (৪৫৪৪), মো. সলিমউল্লাহ (৪৫৫০), মো. দেলোয়ার হোসেন (৪৫৫৬), মো. মনিরুল ইসলাম (৪৫৬০), মো. অহিদুল ইসলাম (৪৫৬১), এ জি এম মীর মশিউর আলম, (৪৫৬২), মো. নূরুল আমিন (৪৫৬৬), মো. মফিজুল ইসলাম (৪৫৭৩), আক্তারুজ্জামান মো. মোস্তফা কামাল (৪৫৭৬), মো. আবু তালেব (৪৫৭৭), মো. শেফাউল করিম (৪৫৮৬), ড. কাইয়ুম আরা বেগম (৪৫৮৮), মোহাম্মদ মফিজুল ইসলাম পাটোয়ারি (৪৫৯১), মো. আবদুল আহাদ (৪৫৯২), ড. শাহেদ ইকবাল মো. মাহবুবুর রহমান (৪৬০০), মো. হুমায়ুন কবীর (৪৬০২), মো. শামসুল আলম ভুইয়া, (৪৬১৪), এস এম আবুল কালাম আজাদ, (৪৬২০), মো. জামাল হোসেন মজুমদার (৪৬২৩), মো. মঞ্জুর আলম ভূঁইয়া (৪৬২৫), মো. মাছুম খান (৪৬৩১), মো. আয়াতউল্লাহ মজুমদার, (৪৬৩৪), মঞ্জুরুল কাদের (৪৬৩৮), শাহিনুল ইসলাম (৪৬৪২), ড. ইয়ামিন আকবরী, এনডিসি (৪৬৪৩), মতিউর রহমান (৪৬৪৪), মো. মাহতাব উদ্দিন জমাদার, (৪৬৪৭), মোহাম্মদ হুমায়ুন কবীর (৪৬৬১), এ বি এম ফজলুর রহমান, (৪৬৬৯), আল নূরী ফয়জুর রেজা (৪৬৭৪), ইব্রাহিম খলীল (৪৬৭৯), মোহাম্মদ আলী (৪৬৮২), মো. হাবিবুর রহমান (৪৬৮৯), মো. সুজায়েত উল্লাহ (৪৬৯১), শেখ আলমগীর হোসেন (৪৬৯৮), রশীদ আহমেদ (৪৬৯৯), কামাল উদ্দিন (৪৭১০), এ. কে. এম. রফিকুল ইসলাম, (৪৭১৫), মো. আওলাদ হোসেন খান, (৪৭১৮), মো. আবুল কাসেম ভূঁইয়া, (৪৭২০), মো. ফজলুর রহমান ভূঁঞা, (৪৭২৮), মো. আইয়ুব আলী (৪৭৩০), মোহাম্মদ নুরুল আমীন (৪৭৩৬), ড. মো. কাওসার (৪৭৩৭), জাহাঙ্গীর হোসেন চৌধুরী (৪৭৪০), আনিছ আহমেদ, এনডিসি (৪৭৪৩), এস.এম. শিবলী নাজির (৪৭৫৩), মো. আব্দুল লতিফ (৪৭৫৮), আবু সাঈদ মো. শাহিন রেজা, (৪৭৫৯), মো. শাহেদ সবুর (৪৭৬২), মো. কাওসার আলী (৪৭৬৪), আব্দুল ওয়াহাব খান (৪৭৬৫), শ্যামা প্রসাদ বেপারী (৪৭৭০), এস. এম. ফিরোজ আলম, (৪৭৭১), মো. জুলফিকার আলী হায়দারী, (৪৭৭২), মো. ফজলুল করিম (৪৭৭৯), মো. আব্দুস সালাম সরকার, (৪৭৮০), মো. রমজান আলী (৪৭৮৮), একরামুল হক (৪৭৯১), এম. গোলাম ফারুক (৪৮০০), কুলসুম বেগম (৪৮০৫), মো. ওয়াহেদুন নবী সরকার, (৪৮০৯), মো. হুমায়ুন কবীর (৪৮১২), ডেভিড পল খন্দকার স্বপন, (৪৮১৭), সেলিমা আকতার বানু (৪৮২৫), মো. মোকলেছার রহমান সরকার (৪৮৩১), মো. আহসান হাবিব (৪৮৩৭), ড. মো. ফেরদৌস হোসেন (৪৮৪৩), জসীম উদ্দিন বাদল (৪৮৪৫), মো. রফিকুল ইসলাম (৪৮৪৮), মোহাম্মদ নাসির উদ্দিন (৪৮৫০), মো. আব্দুল হাকিম (৪৮৫১), আল আমিন মো. মোস্তাফিজুর রহমান (৪৮৫২), মো. কুতুব উদ্দিন (৪৮৫৭), এম. এ. নেছার হোসেন আজাদ, (৪৮৫৯), কাজী মোহাম্মদ শফিউল আলম, (৪৮৬১), মো. ইছাহাক মিয়া (৪৮৬৩), মোহাম্মদ মোস্তফা (৪৮৬৪), গাজী মো. আলী আকবর, (৪৮৬৫), বেগম সেহেলী শিরীন আহমেদ (৪৮৭১), মো. কামরুল হাসান ফেরদৌস (৪৮৭২), মোহাম্মদ মোজাক্কের আলী (৪৮৭৬), মো. নাজমুল হাসান খান (৪৮৭৮), মো. হুমায়ুন কবীর (৪৮৮০), বেগম ইসমত আরা জাহান (৪৮৮১), মো. ফেরদৌস আলম (৪৮৯০), মো. জর্জেস মিঞা (৪৮৯১), বেগম নাছিমা মহসিন (৪৮৯২), মো. মনির হোসেন (৪৮৯৯), মো. আবদুর রশীদ (৪৯০০), মো. এমদাদুল হক (৪৯০৪), খন্দকার ফাতেমা বেগম (৪৯০৫), বেগম ইয়াসমীন সুলতানা (৪৯০৬), মো. আবদুল মতিন (৪৯০৯), আল-মামুন (৪৯১১), মো. আফতাব আলী (৪৯১৪), মো. মতিয়ার রহমান (৪৯১৫), বেগম শামীম আরা খাতুন (৪৯১৮), খলিলুর রহমান কাগজী (৪৯২১), জগন্নাথ দাস খোকন (৪৯২৭), মো. শফিক আনোয়ার (৪৯২৮), মো. আখতার আলী সরকার, (৪৯৪০), মো. আবু ইউসুফ (৪৯৪৮), বেগম শাহনূন নেছা (৪৯৫০), মো. আব্দুর রহমান (৪৯৫৭), খন্দকার মো. মোখলেছুর রহমান, (৪৯৬২), মলয় কুমার রায় (৪৯৬৭), মোসা. কামরুন নাহার (৪৯৭০), মো. খলিলুর রহমান (৪৯৮১), মো. আবদুল কাইয়ুম সরদার, (৪৯৮৩), সাঈদ আল আমিন মোহাম্মদ আব্দুল হাফিজ (৪৯৯০), কে. এম. রাহাতুল ইসলাম, (৪৯৯৫), পুলক রঞ্জন সাহা (৪৯৯৬), বেগম পারভীন বানু (৪৯৯৭), বেগম নুরুন নাহার (৫০০০), মনিরুল ইসলাম (৫০১৫), এম. এ. সালাম (৫০১৬), অঞ্জলী রাণী চক্রবর্তী (৫০২২), বেগম ইয়াসমীন আফসানা (৫০২৬), মো. আব্দুল হান্নান বিশ্বাস, (৫০৩০), বেগম মাহমুদা খানম (৫০৩৬), প্রসন্ত কুমার দাস (৫০৩৮), সৈয়দা আনোয়ারা বেগম (৫০৩৯), আলী ইউসুফ মোহাম্মদ সুলতান নুর (৪০৬৯), কাজী আবুল কালাম (৪০৭২), বিজয় ভূষণ পাল (৫২২২), এ. এন. এম. শফিকুল ইসলাম, (৫২৩৪), মো. জাফর উল্লাহ খান (৫২৪২), বেগম মোহসেনা খান (৫২৪৭), মো. আব্দুর রউফ খান (৫২৪৮), ড. মো. আব্দুস ছালাম (৫২৪৯), তৌফিকুর রহমান (৫২৫০), হাওলাদার জাকির হোসেন, (৫২৬০), নন্দ দুলাল বণিক, এনডিসি, (৫২৭০), মুহাম্মদ মাকসুদুর রহমান, (৫২৭৬), মো. আব্দুল জলিল (৫২৮০), মো. মোকছেদুর রহমান (৫২৮৩), ড. ফজলে রাব্বী সাদিক আহমেদ, (৫৩০০), মো. আলীম উদ্দিন (৫৩০৬), এ. বি. এম. নাসিরুল আলম, (৫৩৩১), মো. নুরুল আলম (৫৩৩৫), মো. শফিকুল ইসলাম (৫৩৪০), মোহা. খালেদ আবু নাসের, (৫৩৪১), সৈয়দ লোকমান আহমদ (৫৩৪৪), লক্ষণ চন্দ দেবনাথ (৫৩৪৫), মো. আবদুল জলিল (৫৩৫২), মো. মাইন উদ্দিন (৫৩৫৬), মো. আব্দুল্লাহ আল মামুন, (৫৩৫৮), মো. আবু তালেব (৫৩৫৯), সৈয়দ মোহাম্মদ মজিবুল হক (৫৩৬২), রাজিয়া বেগম (৫৩৬৩), আবু সাঈদ মোহাম্মদ নোমান, (৫৩৬৬), মো. মকবুল হোসেন (৫৩৭৪), স. ম. আশরাফুজ্জামান (৫৩৭৫), শফিকুজ্জামান (৫৩৭৬), ড. মো. শাহাদাৎ হোসেন (৫২৮৬), শাহ মো. আবু রায়হান আলবেরুনী, (৫৩৮৮), মো. জোবায়দুর রহমান (৫৩৯১), প্রিয় জ্যোতি খীসা (৫৩৯৩), ড. মো. সিরাজুল ইসলাম (৫৩৯৭), মো. ফয়জুর রহমান ফারুকী, (৫৩৯৮), মো. জাফর আলম (৫৪০২), বেগম জুলেখা সুলতানা (৫৪১০), মো. আবদুল মজিদ, এনডিসি, (৪১৩৫), আবদুল মান্নান (৪১৪৭), মো. আলমগীর হোসেন, (৪১৫৮), আবুল বায়েছ মিয়া (৪১৬২), একে এম মাসুদুর রহমান, (৪১৬৭), মো. শফিকুর রহমান (৪১৭২), মো. আবদুস সাত্তার সরকার, (৪১৮৩), মো. সিরাজুল হক (৪১৯১), নিশ্চিন্ত কুমার পোদ্দার (৫৪৩৭), এটিএম নাসির মিয়া (৫৪৪৪), ড. মো. রফিকুল ইসলাম খান (৫৪৫১), এসএম মাসুদুর রহমান (৫৪৬০), মোহাম্মদ জাহাংগীর কবীর, (৪২২৫), গাজীউদ্দীন মোহাম্মদ মুনির, (৪২৩১), মো. দেলোয়ার হোসেন (৪২৩৩), মো. রেজাউল করিম, এনডিসি, (৪২৩৬), মো. আজম খান (৪২৩৭), মো. মোজ্জাম্মেল হক (৪২৪৭), ড. মোহাম্মদ আবুল হাসান (৫৫০২), মো. মনজুর হাসান ভূঁইয়া, (৫৫২৫), জিল্লুর রহীম শাহরিয়ার (৫৫৫৬), মোছা. কামার জাহান (৫৫৬২), আবদুর রহমান (৫৫৬৯), মোহাম্মদ জাফরুল ইসলাম আজিজী (৫৫৭৮), গাজী মো. রেজাউল করিম, (৫৫৮৯), মো. কামরুল আমিন (৫৬০২), মু. নুরুজ্জামান শরীফ, এনডিসি, (৫৬০৮), তাহেরা ফেরদৌস বেগম (৫৬১১), মো. কবিরুল হাসান (৫৬১৬), জাফর রাজা চৌধুরী (৫৬২৪), বেগম মোমেনা খাতুন (৫৬২৮), মো. আফজাল হোসেন (৫৬৩১), বেগম রুখসানা হাসিন, এনডিসি (৫৬৬৪), এহছানুল পারভেজ (৫৬৭১), মো. আজাদুর রহমান মল্লিক, (৫৬৭৬), মু. শুকুর আলী (৫৬৮৬), মো. মনিরুজ্জামান (৫৬৮৯), ড. এ.বি.এম. শরীফ উদ্দিন (৫৭০৬), মো. মোফাজ্জল হোসেন (৫৭২২), শরিফ মো. মাসুদ (৫৭৫৫), ড. খুরশীদ আলম (৫৭৫৯), আবদুর রশিদ (৫৭৭৬), বেগম তহমিদা আহমদ (৫৭৮৩), মো. কামরুল আলম (৫৭৮৭), মোসা. তাজকেরা খাতুন (৫৮৩৯), ড. মো. আবদুল মান্নান (৫৮৪০), মোহাম্মদ তাসারফ হোসেন ফরাজী, (২০১৮৬), মো. লিয়াকত আলী (২০১৮৯), আবু মো. মহিউদ্দিন কাদেরী (২০১৯৫), নিতাই চন্দ সেন (৫৯১৫), ড. মুহাম্মদ আবু বকর সিদ্দিক (৫৯৪৬), মোহাম্মদ জসিম উদ্দিন (৫৯৫০), ড. ওয়াহেদ-উজ-জামান (৫৯৫৬), কৃষ্ণ কান্ত বিশ্বাস (৫৯৫৮), শাহীন আখতার (৫৯৭৮), আশরাফুজ্জামান (৬০০৩), খোন্দকার মো. রুহুল আমীন (৬০০৫), মো. নজরুল ইসলাম (৬০০৬), মো. খলিলুর রহমান (৬০০৭), ফয়েজ আহমেদ (৬০১৩), মো. সোহেল ইমাম খান (৬০১৮), মো. এনায়েত উল্লাহ খান ইউসুফ জী, (৬০২৯), মোহাম্মদ শাহেদ কবির (৬০৩৪), শেখ হামিম হাসান (৬০৩৫), মো. শাহ আলম সরদার (৬০৪১), মহীউদ্দিন আল ফারুক (৬০৪৮), মো. আবু আব্দুল্লাহ (৬০৫৩), মো. নওয়াব আসলাম হাবীব (৬০৭৪), মো. হামিদুর রহমান (৬০৯৬), কে, এফ, এম জেসমিন আকতার, (৬১১৬), রফিক আহম্মদ সিদ্দিক (২০২১২), মো. আনছার আলী (২০২০৪), মো. বজলুর রশীদ (২০২৩১), ড. মো. গোলাম মোস্তফা (৬২৭৫), মো. সুরাতুজ্জামান (৬২৯৫), মো. নূরুল আলম (৬৩২৬), মো. হাবিবুল হক খান (৬৩৪১), মো. আনোয়ারুল হক (৭১৭০), এ এইচ এম আফজাল হোসেন, (৭১৮৭), এম. মাহবুব উল আলম (৭১৯৬), মাসুদা বিনতে কাদির (৭২২১), ড. সৈয়দ উমর খৈয়াম (৭২৪০), শেখ আব্দুল মান্নান (৭২৫০), মো. রফিকুল ইসলাম (৭২৫৪), মো. ছিদ্দিকুর রহমান (৭২৬০), মো. নুরূল ইসলাম (৭২৬৬), মো. আবদুল খালেক (৭২৭৯), উম্মে ফাতিমা সুফিয়া খানম (৭২৮২), ড. মোহাম্মদ নাসির উদ্দীন (৭২৮৮), মো. রফিকুল ইসলাম (৭২৯৩), মো. রফিকুল ইসলাম আকন্দ, (৭৩০৩), ড. মো. আমির হোসেন (৭৩১২), মো. জামাল উদ্দিন শাহ (৭৩২৫), রেবা রানী সাহা (৭৩৫২), আবুল মনসুর মোহাম্মদ শারফ উদ্দিন, (৭৩৫৩), মঞ্জুরুল আলম (৭৩৭৬), মো. মনোয়ারুজ্জামান (৭৩৯৩), মোহাম্মদ আবু সাদেক (৭২৪৯), মো. হুমায়ুন কবির (৭৪০১), মো. হারুন-অর-রশিদ খান, (৭৪২৭), মহম্মদ তাইয়েবুল ইসলাম, (৭৪৪৫), সৈয়দ নূরুন নাহার (৭৪৫৪), কায়সারুল আলম (৭৪৫৫), ড. এ এম এম আনিসুল আউয়াল (৭৪৮৯), মোহাম্মদ মাঈনউদ্দিন চৌধুরী, (৭৪৯৮), এ. এস. এম. জাকির হোসেন, (৭৫০৩), মো. শাহাবুদ্দিন (৭৫১০), নাজির আহমদ (৭৫১১), মো. আব্দুল মতিন (৭৫২০), মো. মঞ্জুর কাদির (৭৫২২), মুহাম্মদ আজম (৭৫৩৮), স্বপন কুমার ভৌমিক (৭৫৩৯), মো. মোস্তফা (৭৫৪০), সৈয়দ আলী রেজা (৭৫৪৮), ফেরদৌসী বেগম (৭৫৫০), এ.বি.এম. বদিউজ্জামান (৭৫৫১), মো. রেজাউল করিম শেখ, (৭৫৫৫), মো. বদিয়ার রহমান (৭৫৬৬), নেছার আহমদ (৭৫৬৮), আশীষ কুমার বড়ুয়া (৭৫৭৬), মো. মনিরুজ্জামান (৭৫৮৪), জি. এন. নজমুল হোসেন খান, (৭৫৮৬), সন্তোষ কুমার পন্ডিত (৭৫৯৫), মো. আব্দুস সাত্তার মিয়াজি, (৭৬০৮), মো. সরওয়ার আলম (৭৬০৯), শেখ মোহাম্মদ বিল্লাল হোসাইন (৭৬১০), মো. জহির আহমেদ (৭৬১১), ড. মো. আব্দুল করিম (৭৬১৭), নজরুল ইসলাম (৭৬২০), মো. আনোয়ার হোসেন (৭৬২৯), ড. মোহাম্মদ নান্নু মোল্লা (৭৬৪৩), নিয়াজ রহমান (৭৬৪৭), মো. আবদুর রকিব (৭৬৫৯), এ. টি. এম. মোনেমুল হক (৭৬৭২), মো. আমিরুল ইসলাম (৭৬৭৮), মোহাম্মদ নাসির উদ্দিন (৭৬৯০), ফরিদা জাহান (৭৪৮৩), ড. মো. জাহেদুল হাসান (৭৬৯৭), মো. নূরুল আমীন (৭৭০৪), মৃত্যুঞ্জয় সাহা (৭৭০৭), নারায়ন চন্দ সরকার (৭৭০৯), সুব্রত ভৌমিক (৭৭১২), শিরীন রুবী (৭৭৪৮), মো. মোশাররফ হোসেন (৭৭৫৭), মো. নাসির উদ্দিন তরফদার, (৭৭৭৩), মো. মহিদুর রহমান (৭৭৯৫), কাজী নূরুল ইসলাম (৭৮০৭), মো. তাজুল ইসলাম (১০২৯), মো. আশরাফ আলী খলিফা (১২৫৫), আ জ ম আবদুর রউফ (১৭৫৭), এসএম ফয়সল আলম (২০৫৪), নওশের আহমেদ চৌধুরী (৩২২৭), মো. বালিজুর রহমান (৩২৫৬), মো. আব্দুল মজিদ (১১৮০), মোহা. কামাল রফিকুল আলম (২০৬৯), মো. মোয়াজ্জেম হোসেন (২৪৭২), মো. আবদুস সালাম (৩৪৪৮), আকমল হোসেন (৩৫৫৬), মো. রুহুল আমিন (৩৬০৪), ড. নলিনী রঞ্জন বসাক (৩৬০৬), মোহাম্মদ নবীউল হক মোল্ল্যা (৩৬১৮), ড. মুহাম্মদ আব্দুল কাদের (৩৬৭৪), মো. মোমরেজ মিয়া (৩৭১৯), মো. সিরাজুল ইসলাম (১৮৮২), মো. মনিরুজ্জামান (৪০৪২), মো. আব্দুল মান্নান (৪৫৮৪), সৈয়দ শাব্বির আহমেদ (৪৬০৯), মো. এ.কে.এস. মাহবুবুর রহমান (৪৮৯৫), মো. আবদুস সোবহান (৪৯৫৩), বেগম হাসনুন নাহার (৪৯৭১), আবদুর রহিম মোল্লা (৫০০৫), মো. জাহাঙ্গীর আলম (৫০২৮), শরিফ মর্তুজা মামুন (৪০৭১), মো. আবু নাসের (৫৩৫৩), কাজী ফায়জুর রহমান (৫৩৬৫), ননী গোপাল বিশ্বাস (৫৪১২), সুশান্ত কুমার কুন্ডু (৫৫১৮), আহসানুল হক (৫৫৯৯), মোহাম্মদ নুরুল আবছার (৫৭১৯), তপন কুমার সাহা (৫৯৭১), মো. মজিবুর রহমান (৫৯৯১), ইসমত জাহান (৭৩৩১), নিতাই চন্দ্র সেন (৭৩৯৬), সুশান্ত কুমার সরকার (৭৫১৫), ড. মো. আলমগীর হোসেন (৭৫৩৬), মো. রহমত আলী খান (৭৬০৪), মো. মুদাচ্ছের বিল্লাহ (৭৬১৯), মো. আতাউর রহমান (৭৬৩৫), স্বপন কুমার মণ্ডল (৭৬৩৯), মো. এ জাফর সরকার (৭৬৫৫), মো. কফিলউদ্দিন কাইয়া (৭৬৫৭), মো. শওকত ফারুক (৭৬৬২), সরদার মো. আমিনুল ইসলাম, (৭৬৬৯), হোসনে আরা আক্তার (৭৬৭১), মো. জায়েদুল ইসলাম (৭৬৭৪), কৃষ্ণ চন্দ্র চাকমা (৭৬৭৯), সুবিনয় ভট্টাচার্য (৭৬৯৩), মো. আছাদুজ্জামান (৭৭১১), জি এম আক্কাছ হোসেন (৭৭৩১), স্বপন কুমার মোদক (৭৭৪৪), এস এম আমিরুল ইসলাম (৭৭৪৬), রুজিনা সুলতানা (৭৭৪৯), মো. আইয়ুব আলী (৭৭৮৯), মো. আমিনুল হক (৭৮১৩), সৈয়দা মেহেরুন্নেছা কবীর (৭৮১৮), ড. সহদেব চন্দ্র সাহা (৭৮২০), মো. কামরুল ইসলাম (৭৮৫০), এ. কে. এম. শরিফুল আলম সিদ্দিকী (৭৮৬৫), মো. নুরুল হক চৌধুরী (৭৮৭১), জাহানারা রহমান (৭৮৭৪), শেখ হাফিজুল ইসলাম (৭৮৭৯), ডা. আবু সহিদ ছালেহ মো. জুবেরী (৭৮৮১), অনিমা রানী বিশ্বাস (৭৮৮৩), মো. ইলিয়াছ শাহ (৭৯৫৯), সৈয়দা শাম্মী আরা চৌধুরী (৭৯৭১), মাইনুর রহিম (৭৯৭২), হুমায়ুন কবির (৮০১৫), নেপাল চন্দ্র কর্মকার (৮০৫৮), মো. মোশারফ হোসেন (৮০৭০), মোহাম্মদ নূর হোসেন (৩৫০৫), মো. রুহুল আমীন মুন্সি (৩৯২৬), ইকবাল মাহমুদ (৪৫৩৬), ফাহিমা ইয়াসমিন (৫৭৮০)।


Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম