Logo
Logo
×

শেষ পাতা

নাসা নজরুলের ৫২ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নাসা নজরুলের ৫২ ব্যাংক হিসাব অবরুদ্ধ

এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী নাসরীন ইসলাম, কন্যা আনিকা ইসলাম, পুত্র ওয়ালিদ এবং তাদের প্রতিষ্ঠানসহ ৫২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ আসনের সাবেক এমপি এবং সাবেক প্রবাসী কল্যাণ ও স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। বিষয়টি মঙ্গলবার জানা গেছে। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, সোমবার দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। একটি আবেদনে বলা হয়, নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে তার নিজ নামে, স্ত্রী, কন্যা ও পুত্র এবং তাদের প্রতিষ্ঠানগুলোর নামে ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। হিসাব খোলার সময় থেকে অদ্যাবধি পর্যন্ত বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে, যা অস্বাভাবিক ও সন্দেহজনক মর্মে প্রতীয়মান হয়েছে। 

খন্দকার মোশাররফের দেশত্যাগের নিষেধাজ্ঞা : আরেকটি আবেদনে বলা হয়, খন্দকার মোশাররফ হোসেন ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তিন সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। খন্দকার মোশাররফ হোসেন দেশ ত্যাগের চেষ্টা করছেন। তিনি দেশ থেকে পলায়ন করলে অভিযোগ মামলার গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র বিনষ্টসহ অনুসন্ধানকাজে প্রতিবন্ধকতা সৃষ্টির সমূহ সম্ভাবনা রয়েছে। পরে আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে।


Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম