উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত
মণ্ডপে মণ্ডপে বিদ্যাদেবীর আরাধনা

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

উৎসবমুখর পরিবেশে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিদ্যাদেবী শ্রী শ্রী সরস্বতীর পূজা উদযাপিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে সোমবার বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। এদিন বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুষ্পাঞ্জলি প্রদান, হাতেখড়ি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি কর্মসূচি পালন করা হয়।
প্রতিবারের মতো এবারও সবচেয়ে বড় পূজার আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল খেলার মাঠে। হল অভ্যন্তরে হল প্রশাসনের পূজাসহ ৭৪টি বিভাগ বা ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশ থেকে হাজারও পুণ্যার্থী এসে জড়ো হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট এবং অনুষদ তাদের নিজ নিজ মণ্ডপ নিয়ে বসেন। ছোট-বড় এসব মণ্ডপ সেজে ওঠে বিভাগ ইনস্টিটিউটগুলোর নিজস্ব সৃজনশীল কারুকাজের সাজে। জগন্নাথ হলসংলগ্ন পুকুরে স্থাপন করা হয় দেবী সরস্বতীর সবচেয়ে বড় প্রতিমা। চারুকলা অনুষদের শিক্ষার্থীদের বানানো এই প্রতিমা পূজা দিতে আসা মানুষদের নজর কাড়ে। জগন্নাথ হলের উপাসনালয়ে দুদিনব্যাপী এ আয়োজনের মধ্যে পুষ্পাঞ্জলি দেওয়া, প্রসাদ বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, রক্তদান কর্মসূচি ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্র্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিন সকালে পূজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্র্রদায়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ও পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তারা।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, মানুষ চায় না এরকম একটা গণহত্যা ঘটানোর পর আওয়ামী লীগ কোনোভাবেই আবারও ফিরে আসুক। কারণ এটা বাংলাদেশের সব জনগণের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। কিন্তু ৫ আগস্টের পরিবর্তনের পর প্রথম দিন থেকেই আওয়ামী লীগ সুযোগ খুঁজে বেড়াচ্ছে। বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করছে। এজন্য নতুন করে ফের কর্মসূচি দিয়েছে। তবে এসব কর্মসূচিতে সফল হতে পারবে না।
তিনি বলেন, তারা অনেকবার বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করছে। ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা তাদের আছে। কিন্তু বিশৃঙ্খলা ঘটাতে পারবে না।
এদিকে সোমবার সকালে বাণী অর্চনার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। মণ্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বিদ্যার দেবীর সামনে প্রার্থনায় অংশ নেন। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগ, দুটি ইনস্টিটিউট, চারুকলা অনুষদ ও একমাত্র ছাত্রী হলের মণ্ডপে করা হয় পূজার আয়োজন। সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। শ্বেত-শুভ্র বসনা স্বরসতী দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়।