Logo
Logo
×

শেষ পাতা

স্বতন্ত্র প্রসিকিউশন সার্ভিস ও সচিবালয়ের বিকল্প নেই: প্রধান বিচারপতি

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্বতন্ত্র প্রসিকিউশন সার্ভিস ও সচিবালয়ের বিকল্প নেই: প্রধান বিচারপতি

ছবি: সংগৃহীত

বিচার বিভাগের স্বাধীনতার প্রাতিষ্ঠানিকীকরণে স্বতন্ত্র প্রসিকিউশন সার্ভিস গঠন এবং সুপ্রিমকোর্ট সচিবালয় স্থাপনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, দুর্বল তদন্ত ও অপেশাদার প্রসিকিউশন বাংলাদেশে ন্যায়বিচারের অন্যতম অন্তরায়। ন্যায়বিচার রক্ষায় কৌঁসুলিরা যাতে কার্যকর ভূমিকা রাখতে পারেন- সে জন্য প্রসিকিউটরদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি করতে হবে।

শনিবার রাজশাহীর একটি হোটেলে ‘জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এফিসিয়েন্সি ইন বাংলাদেশ’ শীর্ষক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। সুপ্রিমকোর্ট ও ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) বাংলাদেশ যৌথভাবে সেমিনারের আয়োজন করে।

প্রধান বিচারপতি বলেন, ‘ইতোমধ্যে সরকারের কাছে পৃথক সচিবালয় গঠনের জন্য একটি বিশদ প্রস্তাব পাঠানো হয়েছে। বর্তমানে এটি বিবেচনাধীন।’ বাংলাদেশে ন্যায়বিচার নিশ্চিতের লক্ষ্যে একটি আধুনিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করতে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান বিচারপতি।

সেমিনারে স্বাগত বক্তব্যে ইউএনডিপির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বাংলাদেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণে বাংলাদেশের প্রধান বিচারপতির ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ একটি যুগোপযোগী পদক্ষেপ বলে মন্তব্য করেন। বিচার বিভাগের আধুনিকায়নে উন্নয়ন সহযোগী হিসাবে পাশে থাকারও আশ্বাস দেন তিনি।

সেমিনারে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম প্রধান বিচারপতি ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রূপরেখা বাস্তবায়নে আইনি সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম