Logo
Logo
×

শেষ পাতা

লিবিয়ায় তীরে ভেসে এলো ২০ লাশ

বাংলাদেশি বলে ধারণা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লিবিয়ায় তীরে ভেসে এলো ২০ লাশ

লিবিয়ার ভূমধ্যসাগর তীরবর্তী এলাকা থেকে ২০ অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, লাশগুলো বাংলাদেশি নাগরিকদের। তবে পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে। শনিবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ‘এসব মানুষ কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় রেড ক্রিসেন্টের ধারণা, তারা সবাই বাংলাদেশের নাগরিক। আর যে স্থান থেকে লাশগুলো উদ্ধার হয়েছে সেখানে যাওয়ার অনুমতি এখনো পায়নি দূতাবাস।’ লাশগুলো পচেগলে যাচ্ছিল উল্লেখ করে জানানো হয়, জাতীয়তাসংক্রান্ত কোনো নথিপত্র পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত না হওয়ায় লাশগুলো ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ায় দাফন করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের ব্রেগা তীর থেকে গত দুদিনে বেশ কয়েকজন অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে বলে দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার অন্যতম একটি পথ লিবিয়া। এ পথে ইউরোপে যাওয়ার জন্য মূলত ব্যবহার করা হয় ছোট ছোট নৌকা। এসব নৌকায় ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী তোলা হয়। প্রতি বছর এ পথে যাত্রা করতে গিয়ে প্রাণ হারান অনেক অভিবাসনপ্রত্যাশী। 

এ বিষয়ে তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ দূতাবাস টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে সরকারি অনুমতি পাওয়া যায়নি। বাংলাদেশিদের বিষয়ে যে কোনো তথ্য জানানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে। তথ্য জানাতে ফেসবুক কমেন্টে অথবা দূতাবাসের নিুোক্ত দাপ্তরিক মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা যাবে : +২১৮৯১৬৯৯৪২০২ এবং +২১৮৯১৬৯৯৪২০৭।


Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম