Logo
Logo
×

শেষ পাতা

বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্তের দাবি

জেলায় জেলায় গণসংযোগের ঘোষণা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জেলায় জেলায় গণসংযোগের ঘোষণা

ফাইল ছবি

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার প্রতিটি জেলায় অনলাইন-অফলাইনে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা গণসংযোগ করবেন। এছাড়া রোববার জেলায় জেলায় মানববন্ধন করা হবে। বৃহস্পতিবার শাহবাগে বিডিআর পরিবারের সদস্যদের অবস্থান কর্মসূচি শেষে এ ঘোষণা দেওয়া হয়।

কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, বিডিআর সদস্যদের দুই দিনের অবস্থান কর্মসূচির পরও আশানুরূপ কোনো পদক্ষেপ নেয়নি সরকার। তবে আলটিমেটাম দেওয়ার পর যোগাযোগ করে দাবিদাওয়া যৌক্তিক বলে জানানো হয়েছে। আলোচনার জন্য সভা ডাকা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। মামলার পরবর্তী শুনানি দীর্ঘ সময় (১৯ জানুয়ারি) নেওয়া ও আদালতে আগুন দেওয়া বড় ষড়যন্ত্রের অংশ। আমরা মনে করি-সরকারের ওপর বিশেষ মহল চাপ দিচ্ছে।

এর আগে হত্যা মামলার কারাবন্দিদের মুক্তি, পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে ভুক্তভোগী, তাদের পরিবার ও ছাত্র-জনতা কর্মসূচি পালন করে। বেলা দেড়টার দিকে শহিদ মিনার থেকে পদযাত্রা করে রাজধানীর শাহবাগে তারা অবরোধ কর্মসূচি শুরু করেন। এ কারণে কাঁটাবন-ফার্মগেট-মতিঝিল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পথগুলোতে চলাচলকারী পরিবহণের যাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যস্থলে যেতে দেখা যায়। বেলা আড়াইটার দিকে অবরোধ সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে মাহিন সরকার বলেন, আপনারা জনদুর্ভোগ তৈরি করবেন না। বেলা সাড়ে ৩টার দিকে শাহবাগের অবরোধ তুলে নেওয়া হয়। পরে তারা শহিদ মিনারে গিয়ে অবস্থান নেয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম