কালিয়াকৈরে চাঁদা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
![কালিয়াকৈরে চাঁদা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/23/9966-67687694ce0db.jpg)
গাজীপুরের কালিয়াকৈরে চাঁদার টাকা নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষে আবুল কালাম (২৬) নামে একজন নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার মৌচাক ইউনিয়নের উলুসারা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত কালাম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মসদই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উলুসারা এলাকায় আল্লাহর দান বেকারিতে স্থানীয় আকাশ গ্রুপের ইমন হোসেনসহ কয়েকজন সদস্য ও এরফান আলী গ্রুপের আবুল কালামসহ কয়েকজন ৭০ হাজার টাকা চাঁদা আনতে যান। সেখানে দুই গ্রুপের সদস্যরা মুখোমুখি অবস্থান নেন। এ সময় তাদের মধ্যে টাকা নিয়ে দ্বন্দ্বের এক পর্যায়ে আকাশ গ্রুপের সদস্যরা কালামের ওপর হামলা করে। এ সময় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে প্রতিপক্ষরা পালিয়ে যান। স্থানীয়রা আহত কালামকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালিয়াকৈর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
ওই বেকারির মালিক হারুন অর রশিদ রকি বলেন, কয়েকদিন ধরে একটি বিষয় নিয়ে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। আমি তাদের তিন দফায় ৪৪ হাজার টাকা দিয়েছি। তাদের মধ্যে টাকার বিষয় নিয়ে হামলার ঘটনা ঘটেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, কুমুদিনী হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা এখনো মামলা করেননি। অভিযোগ পেলে দোষীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।