ছাত্রলীগের সাবেক নেত্রী নিশিতা নদী রিমান্ডে
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
![ছাত্রলীগের সাবেক নেত্রী নিশিতা নদী রিমান্ডে](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/16/BCL---Leader-in-CMM-----675f3f91f0af7.jpg)
ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদীসহ চারজনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। অন্য আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল ফাতারা কাজল, বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবির শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ কর্মী শোভন রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী হাসান ইমাম শোভন।
এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকার ভাটারার একটি আবাসিক এলাকা থেকে শনিবার রাতে নিশিতা নদীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে রাজধানীর কলাবাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে রিমান্ড নেওয়া হয়।