Logo
Logo
×

শেষ পাতা

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪৫৮, মৃত্যু ২

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪৫৮, মৃত্যু ২

দেশে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৫৮ জন। এই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে দুজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৮৪ হাজার ৮২৬ জন হলো। আর মৃত্যু হয়েছে ৪৩৮ জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৮১ জন, ঢাকা বিভাগে ৫৮ জন, ময়মনসিংহে ২২ জন, চট্টগ্রামে ৬২ জন, খুলনায় ৬৫ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে দুজন, বরিশাল বিভাগে ২০ জন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন। যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও আরেকজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত একদিনে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮০ হাজার ৫১৮ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৮৭০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৯ জন; আর ২ হাজার ৩৩১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ বছর মোট ভর্তি রোগীর মধ্যে ৫০ হাজার ৬৮৭ জন ঢাকার বাইরের। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ১৩৯ জন।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছেন অক্টোবরে, মৃত্যু হয়েছে ১৩৫ জনের। আর নভেম্বরের ২২ দিনে ২৩ হাজার ৯ জন রোগী ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২৩ জনের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম