Logo
Logo
×

শেষ পাতা

ফেসবুক লাইভে আকুতি

পত্নীতলায় গাছের ডালে তরুণের ঝুলন্ত লাশ

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পত্নীতলায় গাছের ডালে তরুণের ঝুলন্ত লাশ

নওগাঁর পত্নীতলায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সুমন হোসেন (২৪) নামে এক তরুণ উদ্যোক্তার লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার পদ্মপুকুর বালকাপাড়া এলাকা থেকে রোববার রাতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই তরুণকে উদ্ধার করে স্থানীয়রা। এদিকে লাশ উদ্ধারের ১ ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে ছিনতাইকারীরা তার কাছে থাকা ১০ লাখ টাকা ছিনিয়ে তাকে হত্যা করবে বলে আশঙ্কা প্রকাশ করেন সুমন। ৫ মিনিট ২২ সেকেন্ডের ওই ফেসবুক লাইভ ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুমন হোসেন উপজেলার নজিপুর পৌরসভার বাসস্ট্যান্ড মসজিদ মার্কেটের সুমন ফটোস্ট্যাটের স্বত্বাধিকারী। তিনি মহাদেবপুর উপজেলার বিলছাড়া চকপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে।

ফেসবুক লাইভ ভিডিওতে সুমন দাবি করেন, তিনি নজিপুর বাসস্ট্যান্ড মসজিদ মার্কেটের বুলবুল টেলিকমের স্বত্বাধিকারী বুলবুল হোসেনের কাছ থেকে সুদের ওপর ৭০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। এই ঋণের টাকা দেওয়ার সময় বুলবুল সুমনের কাছ থেকে স্বাক্ষর করা ফাঁকা স্ট্যাম্প ও চেকের পাতা নেন। ঋণ গ্রহণের পর সুমন পর্যায়ক্রমে সুদসহ বুলবুলকে ১ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু বুলবুল সুমনের কাছ থেকে আরও সাড়ে ৮ লাখ টাকা দাবি করেন।

এই টাকা নেওয়ার জন্য বুলবুল হত্যার হুমকিসহ নানাভাবে সুমনকে চাপ দিতে থাকে। বুলবুলকে টাকা দেওয়ার জন্য সুমন মহাদেবপুর থেকে ১০ লাখ টাকা নিয়ে রোববার রাতে অটোরিকশায় করে গ্রামের বাড়ি ফিরছিলেন। সুমনের ফেসবুক লাইভের ভাষ্য অনুযায়ী, সুমন সিএনজিতে করে গ্রামের বাড়ি ফেরার পথে নাদৌড় মোড় এলাকায় দুষ্কৃতকারীরা তাকে সিএনজি থেকে নামিয়ে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি পালিয়ে ফেসবুকে লাইভে এসে তাকে বাঁচানোর আকুতি জানান। ছিনতাইকারীরা তার টাকা ছিনিয়ে নিয়ে তাকে হত্যার জন্য খুঁজছে বলে দাবি করেন সুমন। তার ভাষ্য অনুযায়ী, মহাদেবপুর থেকে টাকা নিয়ে বাড়ি ফেরার খবর বুলবুল ছাড়া আর কেউ জানত না। একপর্যায়ে পদ্মপুকুর বালকাপাড়া গ্রামে একটি গাছের ডালের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর ব্যবসায়ী বুলবুল পলাতক রয়েছে। তার মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. এনায়েতুর রহমান জানান, মৃত্যুর আগে সুমনের ভাইরাল হওয়া ফেসবুক লাইভ ভিডিও আমাদের নজরে এসেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনার পর ব্যবসায়ী বুলবুলকে পুলিশ খুঁজছে। তদন্তের স্বার্থে বুলবুলসহ যাকেই সন্দেহভাজন মনে হবে তাকেই আইনের আওতায় আনা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম