Logo
Logo
×

শেষ পাতা

চিফ প্রসিকিউটরকে নিয়ে নুরের বক্তব্য প্রত্যাহার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চিফ প্রসিকিউটরকে নিয়ে নুরের বক্তব্য প্রত্যাহার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগ দাবি করে গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর যে বক্তব্য দিয়েছিলেন তা তিনি প্রত্যাহার করেছেন। শুক্রবার তাজুল ইসলাম যুগান্তরকে বলেন, নুরুল হক নুর এসেছিলেন। তিনি তার বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেছেন।

ট্রাইব্যুনাল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নুর বৃহস্পতিবার ট্রাইব্যুনালের সামনে দেওয়া বক্তব্য প্রত্যাহার করেছেন এবং ট্রাইব্যুনালের কার্যক্রমে রাজনৈতিক দল হিসাবে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এদিকে নুর ফেসবুক পোস্টে লিখেছেন, ১৪ নভেম্বর চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে উদ্দেশ করে আমার বক্তব্যের তথ্য বিভ্রাটে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আমার বক্তব্য প্রত্যাহার করছি। চিফ প্রসিকিউটরের সঙ্গে আলোচনায় বিষয়টি পরিষ্কার হওয়ায় গণহত্যার ন্যায়বিচার নিশ্চিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কার্যক্রমে আমাদের সমর্থন অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার রাতে ট্রাইব্যুনালের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, চিফ প্রসিকিউটরকে নিয়ে গণ-অধিকার পরিষদের একাংশের সভাপতি নুর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়, বৃহস্পতিবার বিকাল ৫টায় নুর ও তার একদল সহযোগী ও বহিরাগত ব্যক্তিদের নিয়ে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে উসকানিমূলক এবং মানহানিকর স্লোগান দিতে দিতে একটি মিছিল নিয়ে ট্রাইব্যুনালের মূল গেট দিয়ে জোর করে প্রবেশের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধার মুখে ঢুকতে না পেরে নুর তার দলীয় কর্মীদের নিয়ে ট্রাইব্যুনালের গেটে একটি সাংবাদিক সম্মেলন করেন, যেখানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের ভিত্তিহীন, বানোয়াট, অসত্য এবং উসকানিমূলক কিছু অভিযোগ গণমাধ্যমে প্রকাশ করেন। তার এ মিথ্যা অভিযোগ মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়। নুরের এই বক্তব্যের ফলে ট্রাইব্যুনাল ও চিফ প্রসিকিউটরের মর্যাদা ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম