Logo
Logo
×

শেষ পাতা

যুব উৎসবে আসছেন ফিফা সভাপতি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যুব উৎসবে আসছেন ফিফা সভাপতি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী বছর জানুয়ারিতে বাংলাদেশে আসছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগ দিতেই ঢাকায় আসবেন তিনি। মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলে ইনফান্তিনোকে যুব উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। ফিফা সভাপতি আমন্ত্রণ গ্রহণ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য ইনফান্তিনোকে আমন্ত্রণ জানান এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে ইনফান্তিনোর সহযোগিতা চান। প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজে জানানো হয়, ‘ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

এরআগে ২০১৯ সালে এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বিশ্ব ফুটবল সংস্থা ফিফার প্রেসিডেন্ট পদে নির্বাচিত ইনফান্তিনো। ২০১৯ সালের জুনে তিনি এই পদে পুনর্নির্বাচিত হন।

এদিকে শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবলারদের ম্যাচ আয়োজনের দাবি দীর্ঘদিনের। আর্থিক সংকটের অজুহাত দেখিয়ে মেয়েদের অলিম্পিক বাছাই খেলতে মিয়ানমারে পাঠায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আগের কমিটি। এমনকি নয় মাস পর্যন্ত কোনো ম্যাচ ছিল না সাবিনা খাতুনদের। এবার নেপালে সাফ জেতার পর নারী ফুটবল দলকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে প্রধান উপদেষ্টার কাছে নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন নারী ফুটবলাররা। তাদের সমস্যার কথা শুনে প্রধান উপদেষ্টা ফুটবলারদের সমস্যাগুলো লিখিতভাবে জমা দিতে বলেছিলেন। বিশ্বজুড়ে ড. মুহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা রয়েছে। ফিফা সভাপতি তাই তার আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম