Logo
Logo
×

শেষ পাতা

১৩ স্থানে সুলভমূল্যে বিক্রি

প্রতি পিস ডিম মিলছে ১১ টাকা ৮৭ পয়সায়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রতি পিস ডিম মিলছে ১১ টাকা ৮৭ পয়সায়

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১৩টি স্থানে সুলভমূল্যে ডিম বিক্রি শুরু হয়েছে। রোববার এ কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও মঙ্গলবার শুরু হয়। তবে এর আগেই বাজারে ডিমের দাম কমতে শুরু করে। নির্ধারিত স্থানে প্রতি পিস ডিম ১১ টাকা ৮৭ পয়সা দরে ক্রেতারা কিনতে পারছেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

সুলভমূল্যে ডিম বিক্রির কার্যক্রম চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পোলট্রি শিল্পের উদ্যোক্তাদের সংগঠন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনের নেতারা বলছেন, এমনিতেই বাজারে ডিমের দাম কমে যাওয়ায় রোববার সুলভমূল্যে ডিম বিক্রির কার্যক্রম আলাদাভাবে শুরু করা যায়নি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, উৎপাদক থেকে ডিলারের মাধ্যমে সরাসরি ভোক্তা পর্যায়ে দৈনিক ২০ লাখ ডিম সরবরাহ করা হচ্ছে। অধিদপ্তরের উদ্যোগে এবং দুই সিটি করপোরেশনের সার্বিক তত্ত্বাবধানে দুই সপ্তাহের জন্য পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চলবে। এক্ষেত্রে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তেজগাঁও বাজার, মিরপুর-১, মিরপুর-১০, মোহাম্মদপুর কৃষি মার্কেট, সাদেক খান কৃষি মার্কেট (মোহাম্মদপুর) ও উত্তরা-১০ (খামারপাড়া রোড) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাপ্তান বাজার, নিউ মার্কেট, খিলগাঁও, জুরাইন, কোনাপাড়া সারুলিয়া, শনিরআখড়া ও চিটাগাংরোডসহ ১৩টি স্থানে সুলভমূল্যে ডিম বিক্রি হবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, তেজগাঁও বাজার ও কাপ্তান বাজারে প্রতিদিন সাড়ে ছয় লাখ করে মোট ১৩ লাখ এবং অবশিষ্ট ১১টি বাজারে মোট ৭ লাখ ডিম সমানুপাতিক হারে বণ্টন করে বিক্রির জন্য সরবরাহ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম