Logo
Logo
×

শেষ পাতা

রাজশাহী শিক্ষা বোর্ড

চেয়ারম্যান-সচিবকে লাঞ্ছিত, এজাহার দুই কর্মকর্তার বিরুদ্ধে

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চেয়ারম্যান-সচিবকে লাঞ্ছিত, এজাহার দুই কর্মকর্তার বিরুদ্ধে

বহিরাগতদের নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং সচিবকে অবরুদ্ধ রাখার অভিযোগে দুই কর্মকর্তার বিরুদ্ধে এজাহার দিয়েছেন সচিব অধ্যাপক হুমায়ূন কবীর। সোমবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর রাজপাড়া থানায় এ এজাহার দেওয়া হয়েছে। তবে পরদিন দুপুর পর্যন্ত মামলা রেকর্ড করেনি পুলিশ। এজাহারে যে দুজনকে অভিযুক্ত করা হয়েছে তারা হলেন বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম এবং সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা আমিনুল করিম। সম্পর্কে তারা ভাই। জাহিদুর রহিমের বিরুদ্ধে এক সেবাগ্রহীতার সঙ্গে প্রতারণার মাধ্যমে বিবাহবহির্ভূত সম্পর্ক স্থাপন, দুর্নীতি, অনিয়মসহ কয়েকটি অভিযোগ রয়েছে।

সচিব অধ্যাপক হুমায়ূন কবীরের দেওয়া এজাহারে বলা হয়েছে, সোমবার দুপুরে জাহিদুর রহিম ও আমিনুল করিম বহিরাগত ৩০ ব্যক্তিকে নিয়ে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক অলীউল আলমের কক্ষে ঢোকেন। তারা জাহিদুরকে দেওয়া বোর্ডের শাস্তির ব্যাপারে অন্যায় আবদার করেন। একপর্যায়ে তারা চেয়ারম্যানকে অশ্লীল ভাষায় গালাগাল এবং তার সঙ্গে মারমুখী আচরণ করেন। এ সময় চেয়ারম্যান কক্ষ থেকে বের হয়ে গেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরবর্তী সময়ে প্রাণ বাঁচাতে চেয়ারম্যান সচিব হুমায়ূন কবীরের কক্ষে গিয়ে আশ্রয় নেন। এ সময় সেখানে সচিব ও চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখা হয়। এ ঘটনার পর বিকালেই অভিযুক্ত দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ব্যাপারে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় রাতেই বোর্ডের সচিব একটি এজাহার দিয়েছেন। তবে সেটি এখনো মামলা হিসাবে রেকর্ড করা হয়নি। অভিযোগটির এখন প্রাথমিক তদন্ত চলছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম