কুষ্টিয়ায় গোলাগুলি
পদ্মার চরে সংঘর্ষে নিহত ১ আহত ১৩
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার মিরপুরে পদ্মার বুকে জেগে ওঠা চর দখলকে কেন্দ্রে করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদেমপুর এলাকায় সংঘর্ষে নিহত তৌহিদুল ইসলাম ওই এলাকারই মৃত মোজাহার আলী সর্দারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মার মাঝে খাদেমপুর এলাকায় দাদাপুরে নতুন চর জেগেছে। এর দখল নিয়ে এলাকায় সর্দার ও গাইন বংশের মধ্যে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। গাইন বংশের নেতৃত্ব দেন টিপু গাইন ও মান্নান গাইন এবং সর্দার বংশের নেতৃত্বে আছেন আতিয়ার সর্দার ও খালেক সর্দার।
চরের জমি দখল নিয়ে সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে গোলাগুলিতে সর্দার বংশের তৌহিদুলসহ চারজন গুলিবিদ্ধ হন। তারা হলেন মৃত কাশেম আলীর ছেলে কুদু সর্দার, আব্দুস সাত্তারের ছেলে ইসলাম, কাদেরের ছেলে শাজাহান এবং আফজাল গাইনের ছেলে টিপু গাইন। বাকি আহতরা হলেন আতিয়ার সর্দারের ছেলে আলামিন (৩০), রাজু সর্দারের ছেলে রুবেল (২৭), চেরু সর্দারের ছেলে লিটু ও আজিজ, নাসিরের ছেলে রিজভী ও জুয়েল, মৃত মোজাহার সর্দারের ছেলে আনিচুর, এজাবার (৪৫) ও জাহাঙ্গীর (৫০)।
সংঘর্ষে একজন গুলিতে নিহত হওয়ার পর অনেকেই জিনিসপত্র নিয়ে গ্রাম ছাড়ছেন। প্রতিপক্ষ গাইন বংশের লোকজনও এলাকা থেকে পালিয়েছে। নিহতের ছোট ভাই সুজন আলী সর্দার বলেন, গাইন বংশের লোকজন আমার চাচার বাড়িতে হামলা চালানোর সময় বড় ভাইকে গুলি করে। দীর্ঘদিন ধরে চরের জমি দখলসহ নানা বিষয় নিয়ে তাদের সঙ্গে আমাদের বিরোধ চলছিল।
নিহতের চাচাতো ভাই রাজু বলেন, রূপপুর অংশের একটি চরের জমি দখল নিয়ে গাইন বংশের সঙ্গে সর্দার বংশের আধিপত্যের রেষারেষি চলছে অনেকদিন ধরেই। এলাকার রাস্তা গাইনদের সীমানার মধ্যে। তাই আমাদের লোকজনকে রাস্তা দিয়ে যাতায়াতের সময় তারা হামলা চালায়। আজও একই ঘটনা ঘটে। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে তৌহিদুল মারা যান। আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার বলেন, গুলিবিদ্ধ একজন মারা গেছেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, শুধু চর দখল নয়, নানা বিষয় নিয়েই দুই বংশের বিরোধ দীর্ঘদিনের। দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।