শিল্পকলার সামনে বিক্ষোভ, ডিম ছোড়া নিয়ে উত্তেজনা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিক্ষোভের মুখে ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ হওয়ার প্রতিবাদে শুক্রবার বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে সমাবেশ করছিলেন নাট্যকর্মীরা। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ওই প্রতিবাদ সমাবেশের শেষের দিকে সেখানে ডিম ছুড়ে মারেন একদল ব্যক্তি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টা। গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সমাবেশও প্রায় শেষের দিকে। নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদের বক্তব্য চলছিল। মামুনুর রশীদ বলছিলেন, ‘সমাজে যে বৈষম্য, সে বৈষম্যেরও একটা গভীরতর বহিঃপ্রকাশ হচ্ছে এই ‘নিত্যপুরাণ’ নাটক। ঠিক এ সময় সমাবেশের পেছনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভবনের দিক থেকে ডিম ছুড়ে মারা হয়। সমাবেশে অংশ নেওয়া নাট্যকর্মীরা চেয়ার ছেড়ে ‘ধর, ধর’ চিৎকার করে সেদিকে ছুটে যান। চারদিকে শোরগোল শুরু হয়। দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরে যৌথ বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্র জানায়, ২ নভেম্বর ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী চলার মাঝপথে সেটি বন্ধ করার দাবিতে শিল্পকলা একাডেমির সামনে বিক্ষোভ করে একদল লোক। এ পরিস্থিতির মধ্যে দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রদর্শনীর মাঝপথে ওই নাটক বন্ধ করে দেয় শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ। এর প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। শিল্পকলা একাডেমির প্রবেশমুখে এ সমাবেশে শতাধিক নাট্যকর্মী অংশ নেন। সমাবেশে ডিম ছুড়ে মারার পর বক্তব্যে মামুনুর রশীদ বলেন, ‘সভা শেষ করব না। ভেতরে নাটক হবে, বাইরে আমরা পাহারা দেব। এই দুষ্কৃতকারীদের দেখে ছাড়ব।’ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক (ঢাকা মহানগর) তপন হাফিজ এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের বলেন, আমাদের সমাবেশ শেষ হচ্ছিল। এর মধ্যে অতর্কিতভাবে কিছু দুষ্কৃতকারী পেছন থেকে ডিম ছুড়ে মারে। সমাবেশে হামলার পর ঘটনাস্থলে আসেন যৌথ বাহিনীর সদস্যরা। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার প্রতিবাদে ১৫ নভেম্বর সারা দেশে প্রতিবাদ সভা ঘোষণা করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম, সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ, দেশ নাটকের দলপ্রধান নাট্যকার মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিক প্রমুখ।
এ বিষয়ে রমনা থানার পরিদর্শক (তদন্ত) পায়েল হোসেন রাত ৮টায় যুগান্তরকে বলেন, যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি তাৎক্ষণিক নিয়ন্ত্রণে আনে। এখন সবকিছু স্বাভাবিক রয়েছে।