মানবিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ডা. শফিকুর রহমান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অপশাসনমুক্ত, বৈষম্যহীন, তারুণ্যসমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে দলমতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও জাতির মুক্তির জন্য জামায়াত দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তাদের কাছে জনগণের জানমাল পবিত্র আমানত। দেশ ও জাতির স্বার্থে সব সময় তারা দায়িত্বশীল আচরণ করে আসছে। কিন্তু এদেশে সবচেয়ে বেশি নির্যাতিত-নিপীড়িত রাজনৈতিক দল জামায়াত। স্বাধীনতার পর দুদফা নিষিদ্ধ করা হয়েছে। বরাবর পরিচ্ছন্ন রাজনীতি করে এলেও নিষিদ্ধ হতে হয়েছে। এতে প্রমাণিত হয়, ‘গরম ভাতে বিড়াল বেজার’। মূলত স্বাধীনতা-পরবর্তী সরকারই দেশে নেতিবাচক ও নির্মূলের রাজনীতির সূচনা করে।
মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সভার আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মাদ রেজাউল করিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক প্রমুখ।
৭ নভেম্বরের চেতনা ও ৫ আগস্টের বিপ্লব একসূত্রে গাঁথা : বৃহস্পতিবার রাজধানীর পল্টনে মহানগরী দক্ষিণ জামায়াত কার্যালয়ের হলরুমে আয়োজিত সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ৭ নভেম্বরের চেতনা ও ছাত্র-জনতার ৫ আগস্টের বিপ্লব একসূত্রে গাঁথা। ১৯৭৫ সালের ৭ নভেম্বর স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে সিপাহি জনতার সফল বিপ্লব সংঘটিত হয়। সেদিন নারায়ে তাকবির, আল্লাহু আকবার ধ্বনিতে ইসলামি মূল্যবোধ ও গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছিল। জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা হয়েছিল। একদলীয় শাসনের পরিবর্তে এদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করেছিল।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছরে গুম, খুন, ধর্ষণ মহামারি আকারে বিস্তার লাভ করেছিল। দেশের মানুষ ৫ আগস্ট স্বৈরাচারকে সমূলে উৎখাত করেছে। এখন দেশে গণতন্ত্র ও দেশের মানুষকে পূর্ণভাবে মুক্ত করতে ইসলামি আদর্শের ভিত্তিতে প্রয়োজন আরেকটি বিপ্লবের, যা এই জাতির ভবিষ্যৎ রচনা করবে।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন, মু. কামাল হোসাইন, ড. মোহাম্মাদ আব্দুল মান্নান প্রমুখ।