Logo
Logo
×

শেষ পাতা

পেঁয়াজ আমদানিতে সব শুল্ক প্রত্যাহার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পেঁয়াজ আমদানিতে সব শুল্ক প্রত্যাহার

ফাইল ছবি

পেঁয়াজের দাম কমাতে আমদানি পর্যায়ে পণ্যটির সব ধরনের শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে আমদানিতে আমদানিকারকদের এক টাকাও আর শুল্ক দিতে হবে না। আর এই সিদ্ধান্ত ১৫ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। বুধবার এ বিষয়ে এনবিআরের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সূত্র জানায়, দেশে শুল্কমুক্ত পেঁয়াজ আমদানির সুযোগ তৈরি হয়েছে। বাজারে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রবণতা কমিয়ে এনে ভোক্তাকে স্বস্তি দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুল্ক প্রত্যাহারের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছেন অর্থ উপদেষ্টা ড.

সালেহউদ্দিন আহমেদ।

পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক অবশিষ্ট ছিল। বৃহস্পতিবার পেঁয়াজের ওপর থেকে এই ৫ শতাংশ আমদানি শুল্ক কমানোর সুপারিশ করে এনবিআরের কাছে প্রস্তাব দেয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। যা পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বশেষ মূল্য কমাতে চালের ওপর দুদফায় ৬২ দশমিক ৫ শতাংশ শুল্ক কমিয়ে শূন্য শতাংশ করা হয়। এছাড়া চিনির ওপর ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ এবং ভোজ্যতেলে ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা হয়। সেপ্টেম্বরে নিয়ন্ত্রণমূলক শুল্ক ১০ শতাংশ থেকে ৫ শতাংশ প্রত্যাহার করা হয়েছিল পেঁয়াজের ক্ষেত্রেও। এখন এ ৫ শতাংশ শুল্কও তুলে নেওয়া হয়েছে।

রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ সর্বোচ্চ ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা এক মাস আগে ১১৫ টাকা ছিল। আর আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ খুচরা পর্যায়ে সর্বোচ্চ বিক্রি হচ্ছে ১২০ টাকা। যা এক মাস আগে ১০০ টাকায় বিক্রি হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম