Logo
Logo
×

শেষ পাতা

জাতীয় পার্টিকে সমাবেশ করতে দেওয়া হবে না: ছাত্র অধিকার পরিষদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় পার্টিকে সমাবেশ করতে দেওয়া হবে না: ছাত্র অধিকার পরিষদ

দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে জাতীয় পার্টিকে (জাপা) কর্মসূচি করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্র অধিকার পরিষদ। শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতার ব্যানারে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা এ ঘোষণা দেন। আজ শনিবার কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সমাবেশ হওয়ার কথা রয়েছে। 

ইয়ামিন মোল্লা বলেন, গতকাল (বৃহস্পতিবার) আওয়ামী লীগের ক্যাডার বাহিনী পূর্বপরিকল্পনা অনুযায়ী জাতীয় পার্টির কার্যালয়ে জড়ো হয়েছিল। আমরা কাকরাইলে পৌঁছানো মাত্রই আমাদের ওপর জাতীয় পার্টি ও আওয়ামী লীগ একত্রে হামলা করে। আমার হাতে এখনো ব্যান্ডেজ আছে।

তিনি বলেন, তারা (জাপা) নাকি শনিবার সমাবেশ করবে। এটা কি মগের মুল্লুক! তারা হামলাও করবে আবার সমাবেশও করবে। জাতীয় পার্টিকে সমাবেশ করতে দেওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার আরেকটি চক্রান্ত। জাতীয় পার্টিকে তাই কোনোভাবেই সমাবেশ করতে দেওয়া হবে না। 

ইয়ামিন মোল্লা বলেন, আমাদের কাছে খবর আছে দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী নিয়ে এসে তারা সমাবেশ করবে। আমরা বারবার আলটিমেটাম দিচ্ছি যেন ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধ করা হয়। তারা বিভিন্ন রূপে ফেরার চেষ্টা করছে। তাদের প্রতি বর্তমান সরকারের অবস্থান কী আমরা তা জানতে চাই। ডিএমপি কমিশনার কীভাবে এই হত্যাকারীদের দোসরদের সমাবেশ করার অনুমতি দেন, আমরা জানতে চাই।

পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার সঙ্গে ছাত্র, শ্রমিক, জনতার কোনো সম্পর্ক নেই বলে দাবি করে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বলেন, বিক্ষুব্ধ জনতা তাদের অফিস পুড়িয়ে দিয়েছে।


Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম