চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
মজুমদার নাজিম উদ্দিন, চট্টগ্রাম
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ঢাকায় দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুরু দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা আনতে চায় স্বাগতিকরা। জয়ের জন্যই মাঠে নামবেন, জানালেন বাংলাদেশ দলের অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ঢাকায় প্রথম টেস্টে ব্যাটাররা ভালো করতে পারেননি। তাই চট্টগ্রামের ব্যাটিংবান্ধব উইকেটে অন্তত দু-একজনের কাছ থেকে বড় ইনিংস চায় দল। ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলার তাগিদ টিম ম্যানেজমেন্টের। বাংলাদেশ যেমন সিরিজে সমতা আনতে সংকল্পবদ্ধ, দক্ষিণ আফ্রিকাও তেমনি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে ঝাঁপাবে। তাদের লক্ষ্য সিরিজ ২-০ করা।
সোমবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তাইজুল বলেন, ‘আমাদের টার্গেট একটাই। জেতার জন্যই খেলব। তারপরও পরিস্থিতি কী হয়, ম্যাচটা যখন পুরোটা হবে তখন বোঝা যাবে। কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে দল হিসাবে খেলার। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই। আমরা চেষ্টা করব জেতার জন্য।’ চট্টগ্রামের উইকেট রানপ্রসবা। এখানে ব্যাটাররা রানখরা কাটিয়ে উঠতে পারবেন কি না জানতে চাইলে তাইজুল বলেন, ‘প্রত্যেকটা ম্যাচ মানেই নতুন সুযোগ। সেদিক থেকে আমার মনে হয়, এটি আরেকটা সুযোগ ব্যাটারদের জন্য। সত্যি বলতে, আমাদের দলীয় পারফরম্যান্স হচ্ছে না। ব্যক্তিগতভাবে একেকজন একেক ম্যাচে ভালো খেলছে। টিম হিসাবে একটা ম্যাচে যদি দুই-তিনটা বড় পার্টনারশিপ হয়, দু-একজন যদি সেঞ্চুরি বা ফিফটি করতে পারি কিংবা তার কাছাকাছি যেতে পারি, তাহলে টার্গেট বড় হবে। সবাই মনেপ্রাণে হার্ডওয়ার্ক করছে, মন থেকে চাচ্ছে; কিন্তু কোনো কারণে হয়তো হচ্ছে না। আমরা এ ম্যাচে সেটা করার চেষ্টা করব।’
স্পিন বোলিংয়ে তাইজুল ছাড়া অন্যরা তেমন ভালো করতে পারছেন না। সাকিব-পরবর্তী স্পিনার কী উঠে আসছে না? এমন প্রশ্নে তাইজুল বলেন, ‘নাঈমের রেকর্ড খারাপ না। যথেষ্ট ভালো রেকর্ড। এক ম্যাচে উইকেট পায়নি। তাই বলে সামনে পারবে না, এমন কিছু না। আমার মনে হয়, এক ম্যাচে দু-একটা বোলারের এরকম হতেই পারে। সামনের ম্যাচে হয়তো তারা কামব্যাক করবে। ভালো কিছু হবে, আশা করি। মিরাজ গত সিরিজে ভারত, পাকিস্তানে যথেষ্ট ভালো বল করেছে। টিমকে জেতাতে সাহায্য করেছে। নাঈমও চট্টগ্রামে, মিরপুরে ভালো খেলেছে। এক ম্যাচ দেখে তাই বলা যাবে না যে, সে ভালো কিছু করতে পারছে না।’
এদিকে প্রথম টেস্ট জিতে ১০ বছর পর উপমহাদেশে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এইডেন মার্করাম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সব খেলোয়াড়েরই নিজ নিজ পরিকল্পনা থাকে, ছেলেরা এটা জানে। বাংলাদেশের বোলারদের চাপে কীভাবে ফেলতে হবে, এ নিয়ে ছেলেরা কাজ করছে। এজন্য তাদের নিজেদের শক্তির জায়গা থেকে খেলতে হবে। উইকেট কেমন আচরণ করে, সেটার ওপর অনেকখানি নির্ভর করবে আমরা কীভাবে খেলব।’
দক্ষিণ আফ্রিকা এই ম্যাচেও পাচ্ছে না নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে। চট্টগ্রামেও স্বাগতিকদের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। ইনজুরির দরুন বাংলাদেশ দল থেকে ছিটকে গেছেন জাকের আলী। তার জায়গায় দলে এসেছেন মাহিদুল ইসলাম।