Logo
Logo
×

শেষ পাতা

সলিমুল্লাহ মেডিকেলে শ্রেণিকক্ষে লাঠি হাতে ঢুকে পড়া সেই যুবক গ্রেফতার

Icon

পুরান ঢাকা প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সলিমুল্লাহ মেডিকেলে শ্রেণিকক্ষে লাঠি হাতে ঢুকে পড়া সেই যুবক গ্রেফতার

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে লাঠি হাতে আচমকা ঢুকে পড়া যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম জোবায়ের ইলাহী (২২)। 

সোমবার বিকালে কিশোরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে যুগান্তরকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান। তিনি বলেন, ‘জোবায়ের ইলাহী নামের ওই যুবককে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করানো হয়েছে। এখনো তাকে আমরা হাতে পায় নাই। ওখান থেকে নিয়ে আসবে- হয়তো সকালে (মঙ্গলবার) আমরা হাতে পাব। পরে তার বিষয়ে বিস্তারিত জানান বলা যাবে।’

ওই যুবক মানসিক ভারসাম্যহীন কিনা জানতে চাইলে ওসি এনামুল হাসান বলেন, কলেজের পক্ষ থেকে তাকে মানসিক ভারসাম্যহীন বলা হয়েছে। এখন তাকে আনার পর কথাবার্তা বললে বা পরীক্ষা করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

জোবায়ের ইলাহীর বিষয়ে ওসি জানান, তার বাড়ি কিশোরগঞ্জের গাইটাইল গ্রামের ১ নম্বর ওয়ার্ডে। তার বাবার নাম মো. সুলতান মিয়া। 

রোববার সকাল ৮টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে লাঠি হাতে ঢুকে পড়েন ওই যুবক। এ সময় ওই যুবক প্রলাপ বকার পাশাপাশি লাঠি দিয়ে মেঝেতে আঘাত করতে থাকেন এবং চারদিকে লাঠি ঘোরাতে থাকেন। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। 

জানা গেছে, বহিরাগত লাঠিওয়ালা যুবককে গ্যালারির অ্যাটেনডেন্ট বাধা দিয়েও নিবৃত্ত করতে পারেনি। 

সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় র‌্যাব ও পুলিশকে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আসার আগেই ওই যুবক লেকচার গ্যালারি ত্যাগ করে। ঘটনার পর ওই যুবককে শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ। প্রাথমিকভাবে ওই যুবক মানসিক রোগী বলে ধারণা করা হচ্ছে।

কোতোয়ালি থানার দায়িত্বে নিয়োজিত ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার সোমবার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের কাছ থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করেছেন এবং মেডিকেল কলেজের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম