সরকারকে সন্দেহের চোখে দেখছে জনগণ: রিজভী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ সন্দেহের চোখে দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের রোডম্যাপ না দিয়ে কালক্ষেপণ করছেন, যা মোটেও ঠিক হচ্ছে না। সংস্কার শেষে কতদিনের মধ্যে আপনারা নির্বাচন দিবেন, তা জনগণকে স্পষ্ট করতে হবে। আর যে নির্বাচন ১৫ বছরে কেউ দিতে পারেনি, সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণই ঠিক করবে কোন দল বা কাকে তারা নির্বাচিত করবে। এতে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে।’
বুধবার রাজধানীর ডেমরায় শহিদপরিবারের সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আপনারা সংস্কার করুন। কিন্তু নির্বাচনের তারিখ বলতে আপনাদের এত সংশয় হচ্ছে কেন? গণতন্ত্র হচ্ছে-যা কিছু হবে, জনগণের কাছে সেটা স্পষ্ট করে বলতে হবে। মানুষ তো এসব বিষয়ে সন্দেহ করে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস একজন সম্মানিত মানুষ। বাংলাদেশের জন্য তিনি আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছেন। কিন্তু তাকে সর্বাগ্রে দেখতে হবে মানুষ কোনটাতে বাঁচে এবং মানুষ কোনটাতে স্বস্তি লাভ করে। নিম্ন-আয়ের মানুষ যাতে ঠিকমতো খেতে পারে, সেটার জন্য সবার আগে বাজার নিয়ন্ত্রণ করুন। অনেক জিনিসের শুল্ক কমিয়েছেন; কিন্তু বাজারে এর কোনো ইফেক্ট নেই। চিনি, ভোজ্যতেল, পেঁয়াজ-এগুলোর কিন্তু দাম কমেনি। এগুলোর জন্য দায়ী সিন্ডিকেট।
রহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা তার ক্ষমতাকে নিরাপদ রাখতে এমন কোনো পদ্ধতি নেই যে তিনি অবলম্বন করেননি। বাংলাদেশের সন্ত্রাসী, চোর-বদমাইশ, ডাকাতদের তিনি বিচারের আওতায় আনেননি। শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে যারা কথা বলেছেন, তাদের ধরে কারাগারে পাঠিয়েছেন। এভাবে তিনি রাজত্ব করতে চেয়েছেন তার গদিকে রক্ষা করার জন্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ।
এদিন রুহুল কবির রিজভী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ডেমরা-যাত্রাবাড়ী থানা এলাকার শহিদ মেহেদি হাসান, শাহাদাত হোসেন শাওন, আক্কাস আলী, মো. জনি, মুজিবুর রহমান ওমর, মিরাজ হোসেন ও বাবুল মৃধার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের আর্থিক সহায়তা দেন। পাশাপাশি আহত এক ছাত্রকেও আর্থিক সহায়তা দেন তিনি।
ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে-শিমুল বিশ্বাস : এদিন দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় এক সংক্ষিপ্ত পথ সভায় তিনি স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, দেশে সব ধরনের নৈরাজ্য, অস্থিরতা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে ছাত্র-শ্রমিক-জনতা ৫ আগস্ট সফলতা এনেছে। ফ্যাসিবাদের দোসররা সেই সফলতা নসাৎ করতে চক্রান্ত চলছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। এ বিষয়কে সবাইকে সজাগ থাকতে হবে।
প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, ছাত্রদলের সহসভাপতি ডা. আউয়াল, প্রচার দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক ওয়াকিদুজ্জামান ডাবলু, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন, সহ-অর্থ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা শামীম রেজা প্রমুখ বক্তব্য দেন।
ডেঙ্গু সচেতনতায় প্রচার দল ঘোষিত ধারাবাহিক ১০ দিনের কর্মসূচির ৬ষ্ঠ দিনে খামারবাড়ি মোড় থেকে তেজগাঁও কলেজ পর্যন্ত শোভাযাত্রা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।