বিজিএমইএ’র প্রশাসক আনোয়ার হোসেন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চলমান অস্থিরতা ও শ্রম অসন্তোষ দূর করতে কার্যকর ভূমিকা পালন করতে না পারায় বিজিএমইএতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনকে নিয়োগ দিয়ে ১২০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, বাণিজ্য সংগঠন) আবদুর রহিম খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, নিয়োগ করা প্রশাসক ১২০ দিনের মধ্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।
প্রশাসক নিয়োগের ব্যাখ্যায় অফিস আদেশে বলা হয়েছে, বিজিএমইএ সভাপতি এসএম মান্নান কচি পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগের পর ২৪ আগস্ট পর্ষদ পুনর্গঠন করা হলেও তার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল। সাধারণ সদস্যদের উপস্থাপিত অভিযোগের বিষয়ে পুনর্গঠিত পর্ষদের প্রতিনিধিরা সন্তোষজনক জবাব উপস্থাপন করতে পারেনি। পোশাক শিল্পের চলমান অস্থিরতা ও শ্রমিক অসন্তোষের কারণে দেশের অর্থনীতি ক্ষতি সম্মুখীন হচ্ছে, এ বিষয়ে বিজিএমইএ পুনর্গঠিত বোর্ড ভূমিকা রাখতে পারছে না। পর্ষদের সমন্বয়হীনতার কারণে সংগঠনটির কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখতে সংঘবিধি অনুযায়ী পরিচালিত হওয়া আবশ্যক। বিজিএমইএ’র কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনকে প্রশাসক নিয়োগ করা হলো।