বন্যায় ৬০ লাখ হেক্টর জমির ফসলের ক্ষতি: ত্রাণ উপদেষ্টা
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক বলেছেন, এবারের বন্যায় ৬০ লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। তাতে খাদ্যের ঘাটতি হয়েছে প্রচুর। এ কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামও কিছুটা বেড়েছে। ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প’র (তৃতীয় পর্যায়) আওতায় কেনা এরিয়াল প্লাটফর্ম ল্যাডার হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক রূপগঞ্জের পূর্বাচলের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল প্রমুখ।
পরে দুর্যোগ ব্যবস্থাপনায় ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগে অনুসন্ধান উদ্ধার অভিযানের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে ১১টি এরিয়াল প্লাটফর্ম ল্যাডার অত্যাধুনিক গাড়ির চাবি হস্তান্তর করা হয়।