Logo
Logo
×

শেষ পাতা

মেট্রোরেল

স্বল্প খরচ ও সময়ে মিরপুর-১০ স্টেশন চালু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্বল্প খরচ ও সময়ে মিরপুর-১০ স্টেশন চালু

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ভাঙচুর হওয়ায় মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন ৩ মাস পর পুনরায় চালু হয়েছে। মঙ্গলবার সকালে মেরামত হওয়া মিরপুর-১০ স্টেশন সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের উপস্থিতিতে চালু করা হয়।

এ সময় উপদেষ্টা বলেন, ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনটি মেরামত করতে আপাতত খরচ হয়েছে এক কোটি ২৫ লাখ টাকা। সর্বমোট খরচ হবে প্রায় ১৮ কোটি ৮৬ টাকা।

সরকারি তহবিল থেকে নয়, মেট্রোরেলের ফান্ড থেকে এ টাকা খরচ করা হবে।

তিনি বলেন, আন্দোলনকারী ছাত্ররা মেট্রো স্টেশন ভাঙচুর করেনি। যারা স্টেশন ভেঙেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ আইজিপিকে দেওয়া হয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানান, কোনো সরঞ্জাম আমদানি না করে দেশীয় সম্পদ ব্যবহার করেই এটি সচল করা হয়েছে। এছাড়া যাত্রীচাপ তুলনামূলক কম থাকায় তিনটি স্টেশনে কিছু যন্ত্রপাতি প্রতিস্থাপন করা হয়েছে।

কাজীপাড়া ও মিরপুর-১০ ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিগত আওয়ামী সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, স্টেশন দুটি রক্ষণাবেক্ষণ শেষে চালু করতে অন্তত ১ বছর সময় লাগবে, খরচ হবে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা। তবে ১ বছর নয়, ২ মাসের মাথায় কাজীপাড়া মেট্রোরেল, এরপর ২ মাস ২৭ দিনের মাথায় সচল হলো ব্যস্ততম স্টেশন মিরপুর-১০।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম