তামিম হত্যায় সংশ্লিষ্টতা অস্বীকার বিএনপি নেতা রবির
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল ইসলাম তামিম হত্যায় নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে গণমাধ্যমে বক্তব্য পাঠিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। একই সঙ্গে তিনি যাচাই-বাছাই পূর্বক সঠিক এবং সত্য সংবাদ পরিবেশন করতে সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার গণমাধ্যমে পাঠানো বক্তব্যে রবি বলেন, ঘটনার পেছনে কোনো সন্ত্রাসী কার্যকলাপ কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তার, কোনো রকমের দখলদারিত্ব কিংবা তার কোনো অসৎ উদ্দেশ ছিল না। তামিমের মৃত্যু নিয়ে প্রচারমাধ্যমে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করলেও প্রকৃতপক্ষে এটি ছিল নিছক অনাকাঙ্ক্ষিত মৃত্যু। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় পুঁজি করে বিএনপি সম্পর্কে জনমনে বিরূপ ধারণা দেওয়ার সুগভীর চক্রান্তের অংশ হিসাবেই অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, রাজনীতির পাশাপাশি তিনি প্লিজেন্ট প্রপার্টির ম্যানেজিং ডিরেক্টর। এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতীতে কখনোই কোনো আবাসন প্রকল্পে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তবে দুর্ভাগ্যজনকভাবে বৃহস্পতিবার তার প্রতিষ্ঠানের উদ্যোগে নির্মিত রাজধানীর হাতিরঝিল থানাধীন মহানগর প্রকল্পে একটি ফ্ল্যাটের মালিকানা নিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। একটি ফ্ল্যাটের অর্ধেকাংশের মালিকানা নিয়ে গত তিন বছর ধরে চলা অমীমাংসিত ঘটনার সূত্র ধরে অনাকাঙ্ক্ষিতভাবে মারা গেছেন তামিম।
তিনি বলেন, বৃহস্পতিবার ফ্ল্যাটের অর্ধাংশের ক্রেতা ফজলুর রহমান, তার দুই ছেলে ও মেয়ের জামাই মামুন এবং কোম্পানির ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ এবং দুই সহকারীর সঙ্গে খুরশিদা আহমেদের দুই ছেলে, স্বামী এবং তাদের ফ্ল্যাটে উপস্থিত লোকজনের সঙ্গে হাতাহাতি ও মারামারি হয়। উদ্ভূত পরিস্থিতিতে উপস্থিত পুলিশের কাছে ঘটনার ব্যাপারে খুরশিদা আহমেদের পরিবারের অন্য সদস্যের সঙ্গে উপস্থিত তামিমের সঙ্গেও বেশ কিছু সময় কথা বলেন। তামিম পুলিশের কাছে ঘটনার বর্ণনা দেন। এর একপর্যায়ে তামিম অসুস্থ বোধ করলে তাকে দ্রুত স্থানীয় মনোয়ারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তামিম মৃত্যুবরণ করেন। তিনি বলেন, দুর্ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ঘটনার আগেও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। তামিমের মৃত্যুর ঘটনায় করা এজাহারেও ঘটনাস্থলে তার উপস্থিতির কথা উল্লেখ নেই।