Logo
Logo
×

শেষ পাতা

জামিনে কারামুক্ত সাবের হোসেন চৌধুরী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জামিনে কারামুক্ত সাবের হোসেন চৌধুরী

সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে জামিনে মুক্তি পান তিনি। ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেফতার সাবেক মন্ত্রীদের মধ্যে প্রথম কেউ জামিনে মুক্তি পেলেন।

এদিন বিকালে ঢাকার খিলগাঁও থানার চার মামলা ও পল্টন থানার দুই মামলায় সাবেক এ মন্ত্রীর জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাবের হোসেন চৌধুরীকে জামিনের আদেশ দেন। খিলগাঁও থানার চার মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে ৫ হাজার টাকা জামানতে তার জামিন মঞ্জুর করেন। অপরদিকে পল্টন থানার দুই মামলায় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান পাঁচ হাজার টাকা জামানতে তার জামিন মঞ্জুর করেন।

সাবের হোসেন চৌধুরীর আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন বলেন, অসুস্থ থাকায় তাকে জামিন দিয়েছেন আদালত। অন্যদিকে বিএনপিপন্থী আইনজীবীরা বলেন, অসুস্থতার কথা বলে ম্যাজিক্যাল কারণে সাবের হোসেন চৌধুরীকে জামিন দেওয়া হয়েছে।

রাজধানীর গুলশান থেকে রোববার সন্ধ্যায় সাবের হোসেনকে গ্রেফতার করা হয়। পরে সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মকবুল নামের এক বিএনপিকর্মী মৃত্যুর মামলায় পাঁচ দিনের রিমান্ড চলাকালে মঙ্গলবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাছান আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদে সাবের হোসেন চৌধুরী কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছেন না। কথোপকথনে জানা গেছে যে, তিনি শারীরিকভাবে অসুস্থ ও হৃদরোগে আক্রান্ত। তার হার্টে তিনটি রিং পরানো হয়েছে। বর্তমান শারীরিক পরিস্থিতিতে পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করে আশানুরূপ তথ্য পাওয়া যাবে না। বিধায় আদালতের নির্দেশ মোতাবেক পুলিশ পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ না করে আদালতে পাঠায়।

এদিকে মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে এক মামলায় চার দিন, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে দুই মামলায় ১৪ ?দিন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননকে এক মামলায় সাত দিন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে চার মামলায় ২৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারা এর আগেও রিমান্ডে ছিলেন। এ ছাড়া পুলিশের হেফাজতে রয়েছেন আনিসুল হক ও সাধন চন্দ্র মজুমদারসহ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ-সদস্য। আর মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ওসমানী হাপাতালে নেওয়া হয়েছে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম