Logo
Logo
×

শেষ পাতা

এইচএসসি পরীক্ষার ফল ১৫ অক্টোবর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এইচএসসি পরীক্ষার ফল ১৫ অক্টোবর

২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে ১৫ অক্টোবর। ওইদিন বেলা ১১টায় ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। মোট ১১টি বোর্ড একযুগে ফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। এবার কোনো আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে না। নিজ নিজ বোর্ড অফিস থেকে ফল প্রকাশ করা হবে। সোমবার আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর এইচএসসি ও সমমানের ফল প্রকাশের জন্য আমরা কোনো অনুষ্ঠানের আয়োজন করছি না। নিজ নিজ বোর্ডগুলোর চেয়ারম্যান এই ফল প্রকাশ করবেন। তবে এ বিষয়ে আরও আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শুরু হয় ৩০ জুন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। শেখ হাসিনা সরকার পতনের পর শিক্ষার্থী আন্দোলনের মুখে বাতিল করা হয় স্থগিত সব পরীক্ষা। সিদ্ধান্ত হয়, স্থগিত পরীক্ষাগুলোর ফল নির্ধারণ করা হবে পরীক্ষার্থীদের এসএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিয়ের মাধ্যমে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম