Logo
Logo
×

শেষ পাতা

সাবেক শিল্পমন্ত্রীসহ ১০ জেলায় গ্রেফতার ১৪

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাবেক শিল্পমন্ত্রীসহ ১০ জেলায় গ্রেফতার ১৪

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়নসহ ১০ জেলায় ১৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা রয়েছেন। তাদের গ্রেফতারের সময় উদ্ধার করা হয়েছে অস্ত্র। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

নরসিংদী : নরসিংদীতে একটি হত্যা মামলায় সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়নকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার সাবেক এ মন্ত্রীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৪ আগস্ট মহিষাশুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড শ্রমিক দলের সহসভাপতি জাহাঙ্গীরসহ নেতাকর্মীরা মাধবদীতে আন্দোলনে অংশ নেন। ওই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিল্পমন্ত্রীসহ সরকারের উচ্চমহলের ইশারায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের নির্দেশে আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। ওই সময় জাহাঙ্গীর মাথায় গুলিবিদ্ধ হন। একই সময় সুমন নামে আরও একজনের বুকে ও পেটে গুলিবিদ্ধসহ একাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। জাহাঙ্গীরকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিয়ে মারা যান। এ ঘটনায় মহিষাশুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমির হোসেন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী, স্থানীয় এমপিসহ আওয়ামী লীগের ১২৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়নকে ঢাকার গুলশানের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক মো. রাকিবুল ইসলামের আদালতে সোপর্দ করা হয়। ওই সময় মামলার তদন্ত কর্মকর্তা সাবেক এ মন্ত্রীর ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ সময় আসামিপক্ষে আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ একাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। নূরুল মজিদ মাহমুদ হূমায়নকে আদালতে সোপর্দের খবরে আদালতপাড়ায় জমায়েত হন বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মীরা। হূমায়নের ফাঁসি চেয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। অপরদিকে হূমায়নের মুক্তির দাবিতে আদালতপাড়ায় স্লোগান দেওয়া হয়।

রাজশাহী : ছাত্র-জনতার মিছিলে গুলি করা সন্ত্রাসী মো. রবিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাজশাহীর বোয়ালিয়া থানা-পুলিশের একটি দল নগরীর মতিহার থানার বিনোদপুর থেকে তাকে গ্রেফতার করে। রবি বিনোদপুরের এ আজিজুল ওরফে হাবলের ছেলে। রবির বিরুদ্ধে বিভিন্ন থানায় নয়টি মামলা আছে।

শাবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাত দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে র‌্যাব-৯ ও র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব। বুধবার সকালে র‌্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল জানান, গ্রেফতারকৃত সজিবুর রহমানের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় নাশকতা মামলা রয়েছে। সজিবুর রহমান নরসিংদীর রায়পুরা উপজেলার দুকুন্দিচর গ্রামের রবি উল্লাহর ছেলে।

পিরোজপুর : জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ সিকদারকে র‌্যাব একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের প্রতিহত করতে শহরের একাধিক স্থানে প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলে নেতৃত্ব দিয়ে ছাত্র-জনতার ওপর চড়াও এবং নাশকতার উদ্দেশ্যে দলবল নিয়ে মহড়া দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করতে দেখা গেছে। র‌্যাব বরিশাল-৮ সূত্র গণমাধ্যম কর্মীদের জানায়, বুধবার সকাল সোয়া ৫টার দিকে র‌্যাব সদস্যরা এবং সদর থানার পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নামাজপুর গ্রামে অভিযান পরিচালনা করে। পরে ওই গ্রামের নির্দিষ্ট একটি এলাকা থেকে সন্ত্রাসী সোহাগকে আটক করে। আটক ছাত্রলীগ নেতা সোহাগ পৌরসভার কুমারখালীর বাসিন্দা শাহাদাৎ সিকদারের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া : জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদিসহ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ও সদর থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ও রাত ১০টার দিকে র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে তারা গ্রেফতার হন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন, শহরের দক্ষিণ পৈরতলার কামাল মিয়ার ছেলে রুহুল আমিন আফ্রিদি, পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক জাকির হোসেন জয়, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন আদি। তারা দুজনই পৌর শহরের সরকারপাড়া এলাকার।

মোংলা (বাগেরহাট) : মোংলায় যৌথ বাহিনীর অস্ত্রবিরোধী অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন ও তার বড় ভাই ফিরোজ আহমেদকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে পৌর শহরে তাদের নিজস্ব হাবিব ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের চতুর্থতলার একটি কক্ষ থেকে তাদের গ্রেফতার করে কোস্টগার্ড ও নৌবাহিনীর একটি যৌথ দল। এ সময় শটগান ও একনলা বন্দুকের গুলিও জব্দ করা হয়।

লোহাগাড়া (চট্টগ্রাম) : লোহাগাড়া থানা পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া যুবলীগ নেতা সাইফুল ইসলাম সজিবকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান। সাইফুল উপজেলার পূর্ব কলাউজান বলিপাড়ার নজির আহমেদের ছেলে। মঙ্গলবার গভীর রাতে পার্শ্ববর্তী উপজেলা বাঁশখালীর বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে হুন্ডির ২৩ লাখ ৪৮ হাজার টাকা ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শওকত আলীসহ দুজনকে মঙ্গলবার দুপুরে আটক করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৭টার সময় বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন-চুয়াডাঙ্গা জেলার সুবদিয়া গ্রামের কাশেম আলীর ছেলে মো. আরিফুল ইসলাম ও দর্শনা পৌর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নগর গ্রামের মস্তর আলীর ছেলে মো. শওকত।

ধামরাই (ঢাকা) : ৫ আগস্ট ঢাকার ধামরাইয়ে কলেজছাত্র আফিকুল ইসলাম স্বাদ হত্যা মামলায় ঢাকা জেলার যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন গ্রেফতার হয়েছে। ধামরাই থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ওই ছাত্রলীগ নেতাকে ধামরাই পৌর শহরের আইনগ এলাকা থেকে গ্রেফতার করে। ধামরাই থানায় সদ্য যোগদানকারী ওসি মো. মনিরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছে ধামরাই থানার পুলিশি সূত্র। ফারুক হোসেনকে বুধবার ধামরাই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর দির্দেশ দেন।

বরিশাল : বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাতকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাতকে মঙ্গলবার ঢাকায় গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। পরে বুধবার তাকে বরিশাল আদালতে পাঠালে ৩ দিনের রিমান্ড দিয়েছেন বিচারক আশ্রাফ উদ্দিন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম