বিশেষ অনুরোধে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি: মৎস্য উপদেষ্টা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ভারতে বাংলাদেশের ইলিশের চাহিদা সবচেয়ে বেশি। দুর্গাপূজা উপলক্ষ্যে এ চাহিদা বেড়ে যায় বহুগুণে। এমন অবস্থায় এবারও ভারতের ‘বিশেষ অনুরোধে’ বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এ প্রসঙ্গে রোববার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা (রপ্তানির অনুমোদন) দিয়েছে। তারা একটি অনুরোধের পরিপ্রেক্ষিতে দিয়েছে। ভারতের দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ অনুরোধ ছিল। সে অনুযায়ী তারা করেছে। তাদের তো আমি জোর করতে পারি না।’
ফরিদা আখতার বলেন, ‘আমাদের কমিটমেন্টটা আগের মতোই আছে-বাংলাদেশের মানুষের ইলিশ প্রাপ্যতা যেন নিশ্চিত করতে পারি আমরা।’ বাংলাদেশে ইলিশের দাম বাড়লে রপ্তানি নিরুৎসাহিত করবেন কিনা, সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘যদি দাম বাড়ে, সে বিষয়ে অবশ্যই আমাদের ব্যবস্থা নিতে হবে।’ তিনি বলেন, রপ্তানি বন্ধের দায়িত্ব তো আমার নয়। আমি আহ্বান জানাতে পারি। সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাণিজ্য মন্ত্রণালয়ের। শনিবার বাণিজ্য মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়।
১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর ইলিশ ধরা, বেচাকেনা নিষেধ : আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এই সময়ে দেশব্যাপী ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। রোববার সংবাদ সম্মেলনে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধের সময় নির্ধারণ এবং ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান, ২০২৪’ নিয়ে ইলিশসম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাক্সফোর্স কমিটির সভায় এ ঘোষণা দেওয়া হয়। ফরিদা আখতার বলেন, ‘বাংলাদেশের ইলিশ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর ফলে ইলিশ বাংলাদেশের নিজস্ব পণ্য হিসেবে সারাবিশ্বে সমাদৃত। পদ্মার ইলিশ বিশ্বের অন্যতম সুস্বাদু মাছ হিসেবে পরিচিতি লাভ করেছে। আমাদের ইলিশ মাছ সংরক্ষণ করতে হবে। কারণ দেশের মানুষের খাবারের মেনুতে ইলিশ মাছ নিশ্চিত করতে চাই।’
ইলিশ রপ্তানি বন্ধে আইনি নোটিশ : ভারতে ইলিশ রপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। রোববার বাণিজ্য সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি-রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক বরাবর আইনি নোটিশটি পাঠানো হয়েছে বলে জানান আইনজীবী মাহমুদুল হাসান। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিবাদীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। তা না হলে এ বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করা হবে বলে আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে।