যুগান্তরে সংবাদ প্রকাশের পর
দখলমুক্ত হলো বরিশালের হিরন স্কয়ার
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দখলমুক্ত হলো বরিশালের হিরন স্কয়ার
দখল হওয়া বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মালিকানাধীন বিনোদনকেন্দ্র হিরন স্কয়ার দখলমুক্ত হয়েছে। যুগান্তরে শুক্রবার সংবাদ প্রকাশের পর ব্যক্তিমালিকাধীন সম্পত্তি দাবি করে টাঙানো সাইনবোর্ড খুলে জব্দ করেছে বিসিসি। এছাড়া বিসিসির গেট ভেঙে দখলদাররা নতুন গেট স্থাপন করলে সেটিও ভেঙে ফেলেছে বিসিসি। এসময় সিটি করপোরেশনের পক্ষ থেকে দখলদারদের সতর্ক করা হয়। বিসিসির জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বলেন, বিষয়টি বিসিসির প্রশাসক শওকত আলীর নজরে এলে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এরপর তার নির্দেশে বিসিসির কর্মকর্তা-কর্মচারীরা পার্কটি দখলমুক্ত করেন।
বিসিসির প্রশাসক ও বিভাগীয় কমিশনার শওকত আলী বলেন, জমির মালিকানা নিয়ে আদালতের রায় থাকলে তা বিসিসি ও প্রশাসনকে জানাতে হবে। রায়ের বিষয়টি পর্যালোচনার বিষয় আছে। কাউকে কিছু না জানিয়ে গেট ভেঙে দখল করা পুরোপুরি বেআইনি। এমন ঘটনা কেউ ঘটালে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শুক্রবার দুপুরে ফাঁকা নগরীতে ওই পার্কের জমির মালিকানা দাবি করে ৫ ব্যক্তি সাইনবোর্ড টাঙিয়ে দেয়। ওই দিন ভোরে বিসিসির স্থাপন করা গেট ভেঙে নতুন গেটে লাগিয়ে তাতে তালা ঝুলিয়ে দেয় দখলদাররা।