Logo
Logo
×

শেষ পাতা

যুগান্তরে সংবাদ প্রকাশের পর

অবশেষে বদলি তাহিরপুরের ইউএনও

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অবশেষে বদলি তাহিরপুরের ইউএনও

নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় অবশেষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা পারভিনকে বদলি করা হয়েছে।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন-২ শাখার যুগ্ম সচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত আদেশে জনস্বার্থে তাকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি করা হয়। মন্ত্রণালয় সূত্র বদলির বিষয়টি নিশ্চিত করেছে।

৩৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডার সালমা পারভীন ২০২৩ সালের ১৩ ডিসেম্বর তাহিরপুরের ইউএনও হিসাবে যোগ দেন। এর আগে তিনি সুনামগঞ্জ সদর উপজেলা ইউএনও হিসাবে দায়িত্ব পালনরত অবস্থায় নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তাকে তাহিরপুরে বদলি করা হয়েছিল। সেখানেও একইভাবে বিতর্কে জড়ান তিনি। যে কারণে সাত মাস অতিবাহিত হওয়ার আগেই বদলি করা হলো তাকে।

জানা যায়, উপজেলার খনিজ বালু-পাথর সমৃদ্ধ সীমান্ত নদী জাদুকাটা-১, জাদুকাটা-২ বালুমহালে ইজারাদার সিন্ডিকেট পরিবেশ ধ্বংসী শতাধিক ড্রেজার মেশিনে বালু-পাথর উত্তোলন করে। অভিযোগ ওঠে এক্ষেত্রে ইউএনওর যোগসাজশ ছিল। ফলে অবৈধ ড্রেজারে বালু পাথর উত্তোলন বন্ধে ভুক্তভোগীরা সরাসরি কিংবা মুঠোফোনে দাবি জানালেও ইউএনও উদাসীনতা প্রকাশ করেন।

এছাড়াও আরও নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ নিয়ে ২০ জুন যুগান্তরে ‘নির্মাণাধীন জাদুকাটা সেতু, এক ড্রেজারেই ক্ষতি ৬ কোটি টাকা’ শিরোনামে সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ২৫ জুন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সুনামগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে মোবাইল ফোনে জাদুকাটা নদীতে ড্রেজার মেশিন জব্দ ও মালিকদের গ্রেফতারের নির্দেশনা দেন।

বুধবার রাতে এ বিষয়ে জানতে চাইলে ইউএনও সালমা পারভীন গোপালগঞ্জে বদলির আদেশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক পদে ওখানে আমাকে বদলি করা হয়েছে, দুই বছর ইউএনও পদে থাকলে পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালনের সুযোগ থাকলেও সেক্ষেত্রে এটি পদোন্নতি হিসাবে বিবেচিত হবে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম