চাটখিলে ইউপি সদস্যকে কোপানোর পর সন্ত্রাসীকে পিটিয়ে হত্যা
নোয়াখালী ও চাটখিল প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নোয়াখালীর চাটখিল উপজেলার নয়াখলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার ওমর ফারুককে কুপিয়ে জখম করার প্রতিবাদে উত্তেজিত জনতা সন্ত্রাসী আহমেদ ওরফে হাম্বাকে (২০) পিটিয়ে হত্যা করেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে রোববার ভোর ৫টার দিকে পশ্চিম নয়াখলা গ্রামের বাবর হোসেনের ছেলে সন্ত্রাসী আহাদ আহমেদ হাম্বা ইউপি সদস্য ওমর ফারুকের ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ফারুক মেম্বারকে প্রথমে নোয়াখালী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার জের ধরে স্থানীয় ক্ষুব্ধ জনতা লাঠিসোঁটা নিয়ে সন্ত্রাসী হাম্বার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই হাম্বার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মানিক যুগান্তরকে বলেন, আহাদ ওরফে হাম্বা মাদকাসক্ত ও বেপরোয়া প্রকৃতির ছিল। সে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডেও জড়িত ছিল।
চাটখিল থানার ওসি এমদাদুল হক বলেন, নিহত হাম্বা কুখ্যাত শরীফ বাহিনীর সদস্য। ময়নাতদন্তের জন্য তার লাশ নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।