আচরণবিধি লঙ্ঘন
চন্দনাইশের আবু ও ঈশ্বরদীর এমদাদুলের প্রার্থিতা বাতিল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ মে ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী ও পাবনার ঈশ্বরদীর মো. এমদাদুল হকের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পৃথক শুনানি করে কমিশন। শুনানি শেষে এদের প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত নেয় ইসি। ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, দু’জন চেয়ারম্যান প্রার্থীকে ব্যাখ্যা তলব করা হয়েছিল। এর প্রেক্ষিতে চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী (ঘোড়া প্রতীক) উপস্থিত হয়েছিলেন। তিনি অভিযোগের দফা অনুযায়ী জবাব দিয়েছেন। কমিশনও তা শুনেছে। শেষে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দিয়েছে কমিশন। অপরদিকে ঈশ্বরদীর চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক প্রতীক বরাদ্দের দিন আচরণবিধি ভঙ্গ করেছেন। তার জবাবে সন্তুষ্ট না হওয়ায় তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দিয়েছে কমিশন।
ঘূর্ণিঝড়ের কারণে ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ঘূর্ণিঝড়ে মাত্রার ক্ষয়ক্ষতির ওপর নির্ভর করবে ভোট বাতিলের বিষয়টি। মাঠ পর্যায়ে যোগাযোগ রাখছি। ঝড় এখনো আঘাত হানেনি। আঘাত হানার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এদিকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিয্ক্তু বরগুনার পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইনকে আজ সকাল সাড়ে ১০টায় উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য চিঠি দিয়েছে ইসি।