Logo
Logo
×

শেষ পাতা

রুমায় কেএনএফের তাণ্ডব

বান্দরবানে গ্রেফতার ৫২ জনের ২ দিনের রিমান্ড

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বান্দরবানে গ্রেফতার ৫২ জনের ২ দিনের রিমান্ড

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা ও অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় মামলায় কেএনএফের গ্রেফতার হওয়া ৫২ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামি সন্তানসম্ভবা হওয়ায় তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আসামি পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইনের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় আদালত আসামি লাল নুন বমকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

অপর রিমান্ড প্রাপ্তরা হলেন-চেওচির বম, ভান লাল দিক বম, সাইরাজ বম, রুয়াল কামলিয়ান বম, গিলবার্ট বম, লাল রাম তিয়াম বম, লিয়ান নোয়াই থাং বম, নল থন বম, পেনাল বম, লাল মুন লিয়ান বম, জাসোয়া বম, জৌনুন বম, ভান লাল সম বম, লাল ধাম লিয়ান বম, রেন থন বম, সাপ লিয়ান থাং বম, লমজুয়েল বম, পাসুম বম, লাল বাউ খম বম, ভান রোয়াত ময় বম, লাল রুইয়াই বম, লাল দিন থার বম, লাল রৌয়াত লন বন, লাল ফ্লেং কিং বম, রৌসাং লিয়ান বম, লাল থাং পুই বম, ভারৌ সাং বম, লাল ইমানুয়েল বম পায়েল, লাল রিং সাং বম, মুন থাং লিয়ান বম, জেমস মিল্টন বম, রাম থাং লিয়ান বম, মেলরী বম, জিংরুথং বম, ভান রিম কিম বম, লেরী বম, নেম্পেল বম, লাল তলাহকিম বম, পারঠা জুয়েল বম, লাল নুন কিম বম, লাল নুএং বম, টিনা বম, লাল নুর জির নম, জিং রেম ঙাক বম, আল মন বম, ঙাইন কিম বম, লালসিং পার বম, শিউলি বম, লাল রোবত বম আপেল, লাল লম থার বম, মিথু সেল বম, লাল রুয়াত লিয়ান বম।

আসামিপক্ষের আইনজীবী কাজী মহোতুল হোসাইন যত্ন জানান, একজন আসামি প্রেগন্যান্ট থাকায় তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রিমান্ড শেষে পরবর্তী ধার্য তারিখে আসামিদের আদালতে হাজির করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম