Logo
Logo
×

শেষ পাতা

শ্রীপুরে রহস্যজনক আগুনে জ্বলছে বনাঞ্চল

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শ্রীপুরে রহস্যজনক আগুনে জ্বলছে বনাঞ্চল

গাজীপুরের শ্রীপুরে রহস্যজনক আগুনে পুড়ছে সংরক্ষিত বিশাল বনভূমির শাল-গজারিসহ নানা প্রজাতির বৃক্ষ-লতাগুল্ম। বনাঞ্চলের পাশাপাশি জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে।

গভীর বনাঞ্চলের চেয়ে বেশি পুড়ছে সড়ক, মহাসড়কের পাশের অংশ। আগুন নিভিয়ে বনাঞ্চল রক্ষার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বনরক্ষা পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলো গাজীপুরের ঐতিহ্য ভাওয়াল বন রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।

মাওনা ইউনিয়নের সিরিজগুড়ি গ্রামের মহসিন আহমেদ বলেন, বন বিভাগের কার্যালয়ের সামান্য দূরে আগুনে পুড়ছে সংরক্ষিত বনাঞ্চল। অথচ তারা জানেন না, বিষয়টি রহস্যজনক। আসলে বনকর্মীদের উদ্দেশ্য প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংস করা। এরপর পতিত বনভূমিতে পরিবেশের জন্য ক্ষতিকর ‘আকাশমণি প্লট’ বরাদ্দের নামে অর্থ হাতিয়ে নেওয়া।

সরেজমিন দেখা যায়, উপজেলার শ্রীপুর রেঞ্জের শিমলাপাড়া বিট অফিসের ২০০ গজ দূরে দাউদাউ করে আগুন জ্বলছে। আগুন ছড়িয়ে গিয়ে পুড়ে ছাই হচ্ছে সংরক্ষিত বনাঞ্চলের বিশাল একটি এলাকা।

শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিটের সাইটালিয়া গ্রামের বৃন্দাবন এলাকার বিশাল সংরক্ষিত বনাঞ্চলেও আগুন জ্বলছে। এ বনের গজারি বনাঞ্চল পুড়ছে কয়েকদিন ধরে।

শিমলাপাড়া বিট কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, বিট অফিসের কাছে বনের ভেতর আগুন লাগার খবর জানি না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব। এছাড়া আমাদের সামান্য জনবল দিয়ে আগুন নেভানো সম্ভব হয় না।

শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোকলেছুর রহমান বলেন, সংরক্ষিত বনাঞ্চলে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা অপরাধ। জড়িতদের আইনের আওতায় আনা হবে। জনবল সংকটের কারণে কাজগুলো করতে একটু সমস্যা হচ্ছে।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম