Logo
Logo
×

শেষ পাতা

টেকনাফে ফের বিস্ফোরণের শব্দ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টেকনাফে ফের বিস্ফোরণের শব্দ

টানা তিন দিন শান্ত থাকার পর বৃহস্পতিবার আবারও অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমার। এদিন ভোর থেকে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের মানুষ বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শুনতে পান। দুপুর আড়াইটা পর্যন্ত থেমে থেমে ভেসে আসে এ শব্দ।

হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তবর্তী উনচিপ্রাং, কাঞ্জরপাড়া ও হ্নীলা ইউনিয়নের বাসিন্দারা জানান, নাফ নদীর ওপারে সীমান্ত থেকে দুই-তিন কিলোমিটার দূরে মিয়ানমারের বলিবাজার, নাকপুরা এলাকায় ফের সংঘাত শুরু হয়েছে।

সেখান থেকেই বিকট শব্দ ভেসে আসছে। এ সময় আকাশে চক্কর দিতে থাকা উড়োজাহাজ থেকে মর্টারশেল বর্ষণ করা হয়েছে বলেও জানান তারা। সীমান্তের মানুষের ধারণা, মিয়ানমারের জান্তা বাহিনীর সদস্যরা আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা বলিবাজার এলাকায় এই হামলা চালিয়েছে।

টেকনাফের হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, তিন দিন পর সীমান্তের ওপার থেকে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভোরে থেমে থেমে শব্দ শোনা গেলেও সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টানা বিকট শব্দ ভেসে এসেছে।

এ অবস্থায় সীমান্তের মানুষ আবারও আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানান হোয়াইক্যং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য শাহজালাল।

রাখাইনের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, অনুপ্রবেশ ঠেকাতে ও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম