Logo
Logo
×

শেষ পাতা

স্বতন্ত্র ও শরিকদের সমর্থন

সংরক্ষিত ৪৮টি আসন পাচ্ছে আওয়ামী লীগ

বাকি দুটি পাবে জাতীয় পার্টি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সংরক্ষিত ৪৮টি আসন পাচ্ছে আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৮টিই ক্ষমতাসীন আওয়ামী লীগ পেতে যাচ্ছে। ১৪ দলীয় জোট ও স্বতন্ত্রভাবে জয়ী সংসদ-সদস্যরা সমর্থন দেওয়ায় আওয়ামী লীগ এ সংখ্যক আসন পেতে যাচ্ছে। বুধবার এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশনে জমা দিয়েছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। ওই চিঠিতে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগকে অন্য সংসদ-সদস্যদের সমর্থন দেওয়ার বিষয়টি ইসিকে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ৫০টি সংরক্ষিত আসনের ৪৮টি আওয়ামী লীগ ও বাকি দুটি জাতীয় পার্টি পাবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা জোটবদ্ধ হওয়া সংক্রান্ত চিঠি বুধবার নির্বাচন ভবনে ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে পৌঁছে দেয় দলের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নেতৃত্বাধীন প্রতিনিধিদল।

পরে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ৬২ স্বতন্ত্র সংসদ-সদস্য সমর্থন দেবেন। সেই সমর্থনসূচক আলাদা চিঠি তাদের সইসহ আওয়ামী লীগের মাধ্যমে সন্নিবেশিত করে ইসি সচিবের কাছে জমা দিয়েছি। কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

তিনি বলেন, ‘নৌকা প্রতীকে যে সংখ্যক সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন তাদের আনুপাতিক হার অনুযায়ী আওয়ামী লীগ ৩৮ আসন পাওয়ার কথা। কিন্তু আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসনে যাদের মনোনয়ন দেবে, তাদের স্বতন্ত্র সংসদ-সদস্যরাও সম্মতি দেওয়ার কথা জানিয়েছেন। সেই অনুযায়ী আওয়ামী লীগ এখন ৪৮টি আসন পাবে।’ এর ব্যাখ্যা দিতে গিয়ে স্বপন আরও বলেন, সংরক্ষিত আসনের নির্বাচন নিয়ে একটা জোট হচ্ছে। স্বতন্ত্র সংসদ-সদস্যরা স্বেচ্ছায় তাদের ভোটাধিকার আওয়ামী লীগের কাছে সমর্পণ করেছেন। তারা আওয়ামী লীগ যে প্রার্থীদের মনোনয়ন দেবে, তাদের সমর্থন দেবেন, সেই সম্মতি জ্ঞাপন করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি, ১৪ দলীয় শরিক জাসদ ১টি ও ওয়ার্কার্স পার্টি ১টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র ৬২ প্রার্থী এমপি হয়েছেন। কল্যাণ পার্টি ১টি আসন পেয়েছে। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নারী আসনের ৫০টির মধ্যে আওয়ামী লীগ ৩৮টি, জাতীয় পার্টি ২টি ও স্বতন্ত্ররা ১০টি আসন পাওয়ার কথা ছিল। আওয়ামী লীগকে সমর্থন দেওয়ায় ওই ১০টি সংরক্ষিত আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিতে পারবে।

সংরক্ষিত আসনে কারা আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন- এমন প্রশ্নের জবাবে সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ পরিবারের সন্তানদের বেশি গুরুত্ব দেওয়া হবে। এছাড়া মহিলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার নেত্রীরা অধিক গুরুত্ব পাবেন।’

প্রতিনিধিদলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খানও ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম