Logo
Logo
×

শেষ পাতা

ঢাকা-বরিশাল মহাসড়ক

জালিয়াতি করে কোটি টাকার গাছ লুট

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জালিয়াতি করে কোটি টাকার গাছ লুট

ছবি: সংগৃহীত

ওয়ার্ক অর্ডার জালিয়াতি করে ঢাকা-বরিশাল মহসড়কের বিভিন্ন জাতের কোটি টাকার শতাধিক গাছ কেটে নিয়ে গেছে একটি চক্র। মহাসড়কের উজিরপুরে বামরাইল-জয়শ্রী অংশের গাছ এলাহি এগ্রো লিমিটেডের নামে লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগে গত মঙ্গলবার কেটে নেওয়া শতাধিক গাছের মধ্যে ১৮টি গাছ ঘটনাস্থল থেকে জব্দ করেছে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।

স্থানীয় এবং সড়ক ও জনপথ সূত্রে জানা যায়, গাছ কাটার নেতৃত্ব দেন ইউপি সদস্য হাবুল। বিষয়টি স্থানীয়রা ঢাকা প্রধান কার্যালয়ের বৃক্ষপালনবিদের নির্বাহী প্রকৌশলী মীর মুকুট আহমেদকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমনকে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এর কিছু সময় পর নির্বাহী প্রকৌশলী কাটা গাছগুলো জব্দের জন্য উপ-সহকারী প্রকৌশলী অরুন কুমার বিশ্বাসকে ঘটনাস্থলে পাঠিয়ে ১৮টি গাছ জব্দ করে তাদের বরিশাল অফিসে নিয়ে যান। গাছ কাটার নেতৃত্বদানকারী ইউপি সদস্য হাবুল জানান, প্রধান নির্বাহী বৃক্ষপালনবিদ ঢাকা অফিসের সহকারী হারবড়িয়াম আরিফুল ইসলাম নামক এক কর্মকর্তা আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে গাছ কাটার অনুমতি আনেন এবং এলাহি এগ্রো এন্টারপ্রাইজের অনুকূলে ওয়ার্ক দেন। এছাড়া এ কাজে সব ধরনের সহযোগিতাও করেন তিনি। এ বিষয়ে এলাহী এগ্রো এন্টারপ্রাইজের চেয়ারম্যান ফরহাদ মুন্সি জানান, আমার প্রতিষ্ঠান কোনো টেন্ডারে অংশগ্রহণ করেনি এমনকি টেন্ডার পায়নি। এ বিষয়ে আমি কিছু জানি না। অভিযুক্ত আরিফুর ইসলামের মুঠোফোনে বারবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। বরিশাল সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ মাহমুদ সুমন জানান, সড়ক ও জনপথ কার্যালয় থেকে কোনো গাছ কাটার টেন্ডার হয়নি। এমনকি যে ওয়ার্ক অর্ডারটি দেখানো হয়েছে সেটি ভুয়া। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে। আর ঘটনাস্থল থেকে ১৮টি গাছ জব্দ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম