আচরণবিধি ভঙ্গে মামলা
শৈলকুপায় নৌকার প্রার্থীসহ তিনজনের বিরুদ্ধে পরোয়ানা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে মামলায় ঝিনাইদহে নৌকা প্রতীকের প্রার্থীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অভিযুক্তরা হলেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের নৌকার প্রার্থী আব্দুল হাই এমপি ও তার অনুসারী শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম এবং সারুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন। বুধবার শৈলকুপা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৪ ডিসেম্বর শৈলকুপা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা করেন উপজেলা নির্বাচন অফিসার মো. তায়জুল ইসলাম। ২৬ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। ৩ জানুয়ারি বুধবার আসামিদের আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। তবে বুধবার তারা আদালতে হাজির হননি। ফলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রার্থী আব্দুল হাইয়ের আচরণবিধি লঙ্ঘনের লাগাম টেনে ধরতে নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিদ্ধান্তে ২৪ ডিসেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তা দুটি মামলা করেন। আসামিদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শৈলকুপা উপজেলার ভাটই বাজারে হাটের দিন (১০ ডিসেম্বর) মহাসড়কে মহড়া ও জনমনে ভীতি সঞ্চার করার গুরুতর অভিযোগ আনা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি এজেন্টদের হুমকি প্রদান ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয়েছে। এদিকে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম অভিযোগ করেছেন, গ্রেফতারি পরোয়ানা জারি হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। বাধা দিচ্ছেন প্রচার-প্রচারণায়। বুধবার বিকালে উপজেলার কাচের কোল ইউনিয়নে ট্রাক প্রতীকের প্রচারণার মাইক ভাঙচুরের অভিযোগ করেন তিনি।