Logo
Logo
×

শেষ পাতা

প্রার্থিতা ফিরে পেলেন রিয়াজ ওয়াহেদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রার্থিতা ফিরে পেলেন রিয়াজ ওয়াহেদ

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে তাকে প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। অন্যদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল ওয়াহেদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন একই আদালত। একইসঙ্গে তার মনোনয়নপত্র গ্রহণ করে প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে রিয়াজ উদ্দিন চৌধুরীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. রেজাউল করিম। এর আগে বুধবার ১ শতাংশ ভোটারের সমর্থন জটিলতায় প্রার্থিতা ফেরত চেয়ে রিয়াজ উদ্দিন চৌধুরীর রিট খারিজ করেন হাইকোর্ট। বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ৩ ডিসেম্বর ১ শতাংশ ভোটারের সমর্থন জটিলতায় স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনও ওই সিদ্ধান্ত বহাল রাখে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন রিয়াজ উদ্দিন চৌধুরী।

প্রার্থিতা ফিরে পেলেন ময়মনসিংহের আব্দুল ওয়াহেদ : ৩ ডিসেম্বর ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল ওয়াহেদের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং অফিসার। নির্বাচন কমিশনও এ সিদ্ধান্ত বহাল রাখে। পরে ২০ ডিসেম্বর আব্দুল ওয়াহেদের রিট খারিজ করেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন আব্দুল ওয়াহেদ।

বৃহস্পতিবার ওয়াহেদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন আপিল বিভাগের চেম্বার আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে ওয়াহেদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি ও ব্যারিস্টার হারুনুর রশিদ।

প্রার্থিতা ফিরে পেতে শাম্মী আহমেদের আবেদনের শুনানি ২ জানুয়ারি : প্রার্থিতা ফিরে পেতে বরিশাল-৪ আসনের নৌকার প্রার্থী শাম্মী আহমেদের আবেদনের ওপর শুনানির জন্য ২ জানুয়ারি দিন রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বৃহস্পতিবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

দ্বৈত নাগরিকত্ব অভিযোগে ১৫ ডিসেম্বর শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল করেন নির্বাচন কমিশন। পরে শাম্মী আহমেদ হাইকোর্টে রিট করেন। যেটি রোববার খারিজ হয়ে যায়। পরদিন তিনি আপিল বিভাগে আবেদন করেন। শুনানি শেষে চেম্বার আদালত ‘নো অর্ডার’ আদেশ দেন। ফলে হাইকোর্টের আদেশ বহাল থেকে যায়। ফলে আর নির্বাচনের সুযোগ থাকছে না শাম্মী আহমেদের। এরপর তিনি ফের আবেদন করেন।

প্রার্থিতা ফিরে পেতে সাদিক আবদুল্লাহর আবেদনের শুনানি ২ জানুয়ারি : প্রার্থিতা ফিরে পেতে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আবেদনের ওপর শুনানির জন্য ২ জানুয়ারি দিন রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বৃহস্পতিবার অবকাশকালীন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত এদিন ঠিক করেন। আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন মো. খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টের আদেশের পর প্রার্থিতা ফিরে পেয়েছিলেন সাদিক আবদুল্লাহ। কিন্তু সেই আদেশ স্থগিত চেয়ে ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক চেম্বার আদালতে আবেদন করেন। শুনানি শেষে মঙ্গলবার চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। সেই স্থগিতাদেশ তুলে নিতে একটি আবেদন করেছি। আপিল বিভাগের নিয়মিত আদালতে এ আবেদনের ওপর শুনানির জন্য ২ জানুয়ারি দিন রেখেছেন।

ফরিদপুর-৩ আসনে নৌকার শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদনের শুনানি ২ জানুয়ারি : দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে স্বতন্ত্র প্রার্থী একে আজাদের আবেদনের ওপর শুনানির জন্য ২ জানুয়ারি দিন ঠিক করা হয়েছে। বৃহস্পতিবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। ওই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ শুনানি হবে।

আদালতে একে আজাদের পক্ষে ছিলেন আইনজীবী প্রবীর নিয়োগী ও মোস্তাফিজুর রহমান খান। শামীম হকের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। এর আগে মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত শামীম হককে নির্বাচনে অংশ নিতে সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম