পরিস্থিতি দেখে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত জানাবে কমনওয়েলথ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কমনওয়েলথের চার সদস্যের অগ্রবর্তী দল বাংলাদেশের নির্বাচনি আইন-বিধি ও পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছে। দলটি জানিয়েছে, সংসদ নির্বাচনের পরিস্থিতি মূল্যায়নের পর পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা। রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাতের পর নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, কমনওয়েলথ থেকে চার সদস্যের প্রতিনিধিদল এসেছিল। দলের সদস্যরা বাংলাদেশের নির্বাচনি আইনকানুন, বিধিবিধান, ভোটের দিন যানবাহন সংক্রান্ত ব্যবস্থাপনা প্রভৃতি বিষয় কমিশনের কাছে অবহিত হতে চেয়েছিলেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার তাদের কাছে এসব বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। এতে তারা সন্তোষ প্রকাশ করেছেন। কমনওয়েলথ পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তিনি বলেন, এটা তাদের অগ্রবর্তী দল। তারা সুপারিশ তুলে ধরবেন। তারপর কমনওয়েলথের পূর্ণাঙ্গ প্রতিনিধিদল নির্বাচন পর্যবেক্ষণে আসবে কি না, তা পরে জানাবে। অগ্রবর্তী দল রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, ‘না’। রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চায়নি। বিধিবিধান, ভোট কীভাবে হয়, ভোটাররা কীভাবে ভোট দেন, পোস্টাল ব্যালটে ভোট কীভাবে হয়-এগুলো সম্পর্কে তারা অবহিত হতে চেয়েছেন। এটা ছিল দ্বিপক্ষীয় আলোচনা।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা নির্বাচন পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন। কোনো চ্যালেঞ্জ আছে কি না-এসব জানতে চাননি। বাংলাদেশের নির্বাচনে ভোটাররা কীভাবে ভোট দেবেন, ভোট কীভাবে নেওয়া হবে, ভোট স্বচ্ছ করতে হলে যে পদ্ধতিগুলো আছে, রিটার্নিং অফিসার ও প্রিসাইডিং অফিসারের কাজ কী-এসব বিষয়ে তারা অবহিত হয়েছেন।’ নির্বাচনের মানদণ্ডের কথা জানতে চাইছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, না। তারা আমাদের নির্বাচনি প্রসেস সম্পর্কে জানতে চেয়েছেন।’ বৈঠকে কমনওয়েলথের অগ্রবর্তী দলের প্রধান লিনফোর্ড এন্ড্রুস, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সার্থক রয়, রাজনৈতিক উপদেষ্টা লিন্ডউই মালেলেকা, নির্বাহী কর্মকর্তা ঝিপি ওজাগো অংশ নেন।