Logo
Logo
×

শেষ পাতা

পোশাকশিল্প ঘিরে সহিংসতা হলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পোশাকশিল্প ঘিরে সহিংসতা হলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

পোশাকশিল্পকে কেন্দ্র করে যারা সহিংসতা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকার নব্দীগঞ্জ অপু মুনশি ক্যানসার হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এই হুঁশিয়ারি দেন।

মন্ত্রী বলেন, ‘শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা চলছে। পার্শ্ববর্তী দেশগুলোর মজুরি কাঠামো যাচাই করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের শুরুতে তা কার্যকর হবে। এ নিয়ে প্রধানমন্ত্রীর সদিচ্ছা রয়েছে।’

তিনি বলেন, ‘অনেক সরকার দেশ চালিয়েছে। কিন্তু একমাত্র আওয়ামী লীগ সরকারই পোশাক শ্রমিকদের নিয়ে ভেবেছে। ২৫শ টাকার বেতন নিয়ে গেছে আট থেকে দশ হাজারে। এবারও সম্মানজনক বেতন বৃদ্ধির আশ্বাস দেওয়া হয়েছে।’

মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে সমস্যা হচ্ছে-এরকম তিন দেশের বাণিজ্য বন্ধ করতে চাচ্ছে বাইডেন সরকার। এই তালিকায় বাংলাদেশ আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত এ ধরনের কোনো খবর নেই। তবে আশা করছি, এ ধরনের সিদ্ধান্ত আমেরিকা নেবে না।’

টিপু মনশি আরও বলেন, নিত্যপণ্যের বাজারে স্বস্তি আসতে আরও এক মাস সময় লাগবে। ইতোমধ্যে ডিম আমদানির বিষয়টি চূড়ান্ত হলেও কিছু টেকনিক্যাল কারণে সময় পিছিয়েছে।

আলু আমদানিতেও তৎপর রয়েছে মন্ত্রণালয়। রপ্তানিকারকরা এগিয়ে এলে তাদের সহযোগিতা করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম